অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

ভারতের বন্দে ভারত মিশন-এর আওতায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

Posted On: 21 MAR 2021 5:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মার্চ, ২০২১


কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে বিদেশে বসবাসরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সরকার উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করে । এরই অঙ্গ হিসেবে বন্দে ভারত মিশনের আওতায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে । 

কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী শ্রী হরদ্বীপ সিং পুরী এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, এপর্যন্ত ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে । তিনি  বলেন, ‘বিশ্বজুড়ে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এটি কেবল একটি মিশন নয়, বন্দে ভারত হল আশা ও সুখের  এক মিশন ;  লোকেদের জানানো  যে সবচেয়ে কঠিন সময়েও সেই সব মানুষেরা একা পড়ে নেই।’

বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে গত বছর ৭-ই মে থেকে বিশ্বের বৃহত্তম অভিযান প্রক্রিয়া শুরু করে সরকার । 
প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়া এবং তার সহায়ক বিমান সংস্থা  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই অভিযানে যুক্ত হয় । এরপর অন্যান্য বিমান সংস্থাও এই কর্মসূচিতে যোগ দেয় । 

বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের বিমানে করে ফিরিয়ে আনার পাশাপাশি নৌ-জাহাজ গুলিকেও এই উদ্ধারকাজে লাগানো হয় ।

***

 

 

CG/SS/NR



(Release ID: 1706500) Visitor Counter : 136