প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনীর সব থেকে সুসজ্জিত ইউনিট আইএনএএস ৩১০ –এর আগামীকাল হীরক জয়ন্তী উদযাপন

Posted On: 20 MAR 2021 2:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০শে মার্চ, ২০২১
 
 
ভারতীয় নৌবাহিনী বিমান স্কোয়াড্রন (ইন্ডিয়ান নাভাল এয়ার স্কোয়াড্রন – আইএনএএস) ৩১০ – দ্য কোবরাজ ২১শে মার্চ নৌবাহিনীর গোয়া ঘাঁটিতে হীরক জয়ন্তী উদযাপন করবে। সামুদ্রিক এলকায় নজরদারীর কাজ এই স্কোয়াড্রন করে থাকে। ১৯৬১ সালের ২১শে মার্চ ফ্রান্সের ইয়েসে এই বাহিনীর কাজ শুরু হয়। এটি ভারতীয় নৌবাহিনীর সব থেকে সুসজ্জিত ইউনিট।
 
আইএনএএস – ৩১০, ১৯৬১ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সৈকতে প্রতিদিন এই বাহিনী নজরদারী চালায়। ১৯৯১ সাল পর্যন্ত নজরদারীর কাজ অ্যালিজে বিমানের মাধ্যমে করা হলেও পরবর্তীতে ডোরনিয়র ২২৮ বিমানের সাহায্যে এই নজরদারীর কাজ হয়। গত ১ বছরে কোভিড – ১৯ মহামারির প্রেক্ষিতে এই স্কোয়াড্রনের বিমানগুলি দেশের বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ ওষুধ, কোভিড টেস্টের কিট এবং পরীক্ষার জন্য সংগৃহীত নমুনা পরিবহণ করেছে।
***
 
 
 
CG/CB/SFS


(Release ID: 1706343) Visitor Counter : 181