রেলমন্ত্রক

ভারতীয় রেল প্রথম এসি থ্রি টায়ার ইকনোমি ক্লাসের নতুন কোচ তৈরি করেছে

Posted On: 20 MAR 2021 2:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ মার্চ, ২০২১

ভারতীয় রেল অবশেষে কাপুরথালার রেল কোচ কারখানা থেকে প্রথম এসি থ্রি টায়ার ইকোনমি ক্লাসের নতুন কোচ তৈরি করতে সক্ষম হয়েছে।


নতুন ধরনের এই কোচগুলি সমস্ত এক্সপ্রেস এবং মেল ট্রেন গুলিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে, এই কোচ গুলিকে রাজধানী, শতাব্দি, দুরন্ত এবং জন শতাব্দি প্রভৃতি ট্রেনে যুক্ত করা হবে না বলে রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।


আরামদায়ক এই কোচগুলি ট্রেনের যাত্রীদের যাতায়াতের সময় স্বাচ্ছন্দ্য দেবে। আধুনিক মানের এই কোচ গুলিতে আলোকসজ্জার পাশাপাশি এবং সুরক্ষা ব্যবস্থাতেও বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসা হয়েছে। একেকটি কোচে যাত্রীদের জন্য ৮৩ টি বার্থের ব্যবস্থা রাখা হয়েছে।


দিব্যাঙ্গ জনদের জন্যও বিশেষ সুবিধা রয়েছে।

***

 

 

CG/ SB



(Release ID: 1706308) Visitor Counter : 141