বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
অসুখ-বিসুখ নির্ণয়ের জন্য স্বল্প খরচে স্মার্ট ন্যানো ডিভাইস উদ্ভাবনের সঙ্গে যুক্ত গবেষকরা এসইআরবি উইমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন
Posted On:
18 MAR 2021 9:56AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২১
ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি (এনআইএবি) – এর বিজ্ঞানী ডঃ সনু গান্ধী সম্প্রতি রিউমাটোয়াইড আর্থারাইটিস, কার্ডিও ভাসকুলার ডিজিজ এবং জাপানিজ এনসেফালাইটাইস রোগ নির্ণয়ের জন্য একটি স্মার্ট ন্যানো ডিভাইস উদ্ভাবন করেছে। এই উদ্ভাবনের জন্য তাঁকে মর্যাদাপূর্ণ এসিআরবি উইমেন এক্সেলেন্স পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে অসামান্য সাফল্য ও বিশেষ গবেষণাধর্মী কাজকর্মের স্বীকৃতিতে কম বয়সী মহিলা বিজ্ঞানীদের উৎসাহিত করতে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি) এই পুরস্কার দিয়ে থাকে।
ডঃ সনু গান্ধী ও তাঁর দলের সদস্যরা বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ নির্ণয়নের ক্ষেত্রে যে স্মার্ট ন্যানো ডিভাইস উদ্ভাবন করেছেন, তার ফলে রিউমাটোয়াইড আর্থারাইটিস, কার্ডিও ভাসকুলার ডিজিজ এবং জাপানিজ এনসেফালাইটাইস রোগ নির্ণয়ে আরও সুবিধা হবে। ন্যানো ডিভাইস নামক আধুনিক এই যন্ত্রটির একাধিক সুবিধা রয়েছে। এই যন্ত্রটি খুব অল্প সময়ের মধ্যেই আল্ট্রাহাই সেন্সিটিভিটি পদ্ধতি একটি চিপের সঙ্গে যুক্ত করে চিকিৎসা পরীক্ষা সহজ করবে। এরফলে, দ্রুত রোগ-নির্ণয় ও তার উপযুক্ত চিকিৎসা সম্ভব হবে। স্বল্প খরচে এ ধরনের চিকিৎসা পরিষেবা সকলের কাছেই অত্যন্ত কার্যকর হয়ে ওঠে।
ফলমূল ও শাকসব্জিতে যে ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, তা নিয়ন্ত্রণে ডঃ সনু ও তাঁর দলের সদস্যরা এক বিশেষ ধরনের ইলেক্ট্রোকেমিকেল ও মাইক্রোফ্লুইডিক-ভিত্তিক ন্যানো সেন্সর উদ্ভাবন করেছে। একইসঙ্গে, ডঃ সনু ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসেন্সিং বায়োমেকার উদ্ভাবন করেছে। তাঁর এই গবেষণা অগ্রণী জার্নাল বায়োসেন্সর ও বায়োইলেক্ট্রনিক্স-এ প্রকাশিত হয়েছে।
***
CG/BD/SB
(Release ID: 1705768)
Visitor Counter : 181