তথ্যওসম্প্রচারমন্ত্রক
শ্রী প্রকাশ জাভড়েকর ভার্চুয়াল পদ্ধতিতে ভূবনেশ্বরে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন
Posted On:
13 MAR 2021 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২১
ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুক্রবার আজাদি কা অমৃত মহোৎসবের(ইন্ডিয়া@৭৫) সূচনা অনুষ্ঠানের শুভারম্ভ করেন। আজাদি কা অমৃত মহোৎসবের সূচনার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর আজ ভূবনেশ্বর সহ দেশের ৭টি জায়গায় আয়োজিত চিত্র প্রদর্শনীর ভার্চুয়াল পদ্ধতিতে সূচনা করেছেন।
এই উপলক্ষে শ্রী জাভড়েকর বলেন, সারা দেশে ৭৫টি জায়গায় আজাদি কি অমৃত মহোৎসব আয়োজন করা হচ্ছে। ‘অমৃত মহোৎসবের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, সুভাষ চন্দ্র বসু, ডঃ আম্বেদকর সহ ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মত মহান ব্যক্তিত্ব ও বিপ্লবী যাঁরা আমাদের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছিলেন তাঁদের শ্রদ্ধা জানানো হচ্ছে’ বলে শ্রী জাভড়েকর অভিমত প্রকাশ করেন।
শ্রী জাভড়েকর আরও বলেন, সাধারণ মানুষকে স্বাধীনতার ঘটনা ও কাহিনীগুলি স্থানীয় ভাষায় বোঝানো অত্যন্ত জরুরী। আগামী দিনগুলিতে আজাদি কা অমৃত মহোৎসব আরও বড় আকারে উদযাপন করা হবে। ভার্চুয়াল পদ্ধতিতে আজ চিত্র প্রদর্শনীর সূচনা করে শ্রী জাভড়েকর এক ট্যুইটে বলেছেন, ‘বিওসি-র পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত এই চিত্র প্রদর্শনী স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ এবং আগামী ২৫ বছরে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে। আজ এরকম ৭টি প্রদর্শনীর সূচনা হল। আমি সাধারণ মানুষকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ এবং স্বাধীনতার সঙ্গে যুক্ত ইতিহাসের কিছু ঘটনা আত্মোপলব্ধির অনুরোধ জানাই।’
ভূবনেশ্বরে জয়দেব ভবনে এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিজিওনাল আউটরিচ ব্যুরো (আরওবি), ব্যুরো অফ আউটরিচ কমিউনিকেশন (বিওসি)। এই প্রদর্শনী আয়োজনে ওড়িশা সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তর, ওড়িয়া ভাষা, সাহিত্য ও সংস্কৃতি দপ্তরও সহযোগিতা করেছে।
এই চিত্র প্রদর্শনীতে ১৮৫৭ থেকে ভারতে স্বাধীনতা সংগ্রামের নানা ঘটনার উল্লেখ রয়েছে। ৪৯টি ছবির প্যানেলের মধ্যদিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বর্ণিত হয়েছে। এই ছবিগুলিতে মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, বীর সুরেন্দ্র সাই ও রমা দেবীর মত বিপ্লবীদের আখ্যান বর্ণিত হয়েছে। আগামী ১৬ই মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
প্রদর্শনীর সূচনা অনুষ্ঠানে আরওবি ভূবনেশ্বরের নির্দেশক শ্রী অখীল কুমার মিশ্র, ওড়িশা সরকারের সংস্কৃতি দপ্তরের উপনির্দেশক শ্রী সুবোধ কুমার আচার্য ও শ্রী সঞ্জয় মিশ্র সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
***
CG/BD/AS
(Release ID: 1704630)
Visitor Counter : 256