প্রধানমন্ত্রীরদপ্তর

আইয়া ভাইকুন্ডা স্বামীকাল-এর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

Posted On: 12 MAR 2021 7:10PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১২ মার্চ, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইয়া ভাইকুন্ডা স্বামীকাল-এর জন্ম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "উনিশ শতকের মহান চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক আইয়া ভাইকুন্ডা স্বামীকাল-এর জন্ম বার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। তাঁর শিক্ষা সমাজকে নানান সামাজিক বাঁধা কাটিয়ে উঠতে ও মানুষকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে। সাম্যের প্রতি তাঁর জোর  প্রতিনিয়ত  আমাদের অনুপ্রেরণা যোগায়।"
 
***
 
 
 
CG/SS/SKD

(Release ID: 1704520) Visitor Counter : 185