জলশক্তি মন্ত্রক
ওড়িশায় জলের গুণমান পরীক্ষার জন্য ক্ষমতাপ্রাপ্ত মহিলারা ‘জলযোদ্ধা’ হয়েছেন
Posted On:
08 MAR 2021 3:24PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৮ মার্চ, ২০২১
জলের গুণমান জানা জরুরি কারণ মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এটি গুরুত্বপূর্ণ। জল জীবন মিশনের অধীনে ফিল্ড টেস্ট কিট (এফটিকে) ব্যবহার করে সামাজিক স্তরে জলের গুণমান দেখাশোনার জন্য মহিলাদের ক্ষমতায়ণ অগ্রাধিকার। দপ্তরের অধিকারের মধ্যে জলের গুণমান, তত্ত্বাবধান এবং পর্যালোচনা আটকে না রেখে সামাজিক অধিকারের আওতায় আনা হয়েছে। এই পদক্ষেপ সমাজের সঙ্গে অংশীদারিত্বের প্রসার ঘটিয়েছে এবং শুধুমাত্র দায়িত্ব হস্তান্তর হয়েছে তাই নয়, জলের গুণমান ব্যবস্থাপনা শুধুমাত্র পিএইচ ইঞ্জিনিয়ারদের ক্ষেত্র নয় সমাজে
এই বিশ্বাস আনা হয়েছে এবং দেখা গেছে যদি প্রকৃত পথ প্রদর্শন করা যায় তাহলে সমাজই এর দায়িত্ব নিতে পারে।
ওড়িশার গ্রামীণ জল সরবরাহ এবং পরিচ্ছন্নতা দপ্তর ২০২০র পয়লা থেকে ৩০ নভেম্বর একমাস ধরে অভিযান চালায় হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ডাগওয়েল এবং জল সরবরাহ কেন্দ্রের মতো ৪ লক্ষ জলের উৎস পরীক্ষা করতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের দক্ষ করে তুলে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নমুনা সংগ্রহ করেন এবং জনগণের সামনে তার পরীক্ষা করেন এবং তাদের সচেতন করেন যদি কোন পানীয় জলে ক্ষতিকারণ কিছু পাওয়া যায় সেই সম্পর্কে। যেসমস্ত নমুনায় ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া যায় সেগুলিকে পাঠানো হয় জেলা এবং মহকুমা স্তরের ল্যাবরেটরিতে সঠিক তথ্যের জন্য। এই অভিযানের সক্ষমতা বৃদ্ধির কাঠামো সবচেয়ে কম শিক্ষিত সম্প্রদায়কেও সাহায্য করে যেমন মালকানগিরি, নাওরংপুর, সুন্দরগড়ের মতো জায়গার বাসিন্দারা এফটিকে ব্যবহার করে পরীক্ষা করেছেন। কোভিড-১৯ মহামারীর সময় জলে উৎসের পরীক্ষা নিশ্চিত করাই ছিল দপ্তরের কাছে বড় চ্যালেঞ্জ। ১২ হাজার স্বনিযুক্ত মেকানিক এবং ১১ হাজারের বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের দেওয়া হয় ৭ হাজার এফটিকে জলযোদ্ধা হওয়ার জন্য। ওই দপ্তরের অধীন রাজ্য জল পরীক্ষা ল্যাবগুলি ব্লকস্তরে ১০৫ জন ল্যাবকর্মী এবং ২১৪ জন জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়ে পুল তৈরি করে। অভিযানের জন্য স্বনিযুক্ত মেকানিক এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পথনির্দেশ দিতে এরাই ছিল মুখ্য।
এরফলে ৩ লক্ষ জলের উৎস পরীক্ষিত হয় এইসব জলযোদ্ধা দ্বারা। বর্তমানে বছরে একবার রাসায়নিক পরীক্ষা এবং বছরে ২ বার ব্যাকটেরিয়া পরীক্ষা করতে ১১ হাজার দক্ষ মহিলার দল আছে দপ্তরের অধীনে। জল জীবন মিশনের অধীনে এই উদ্যোগ হাজার হাজার মহিলাকে অনুপ্রাণিত করবে এগিয়ে আসতে এবং পানীয় জল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে।
***
CG/AP/NS
(Release ID: 1703870)
Visitor Counter : 179