অর্থমন্ত্রক

জিএসটি ক্ষতিপূরণ মেটাতে রাজ্যগুলিকে আর্থিক সাহায্য

Posted On: 09 MAR 2021 1:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ মার্চ ২০২১

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) রূপায়ণের জন্য ক্ষতিপূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে আর্থিক সাহায্য দিতে কেন্দ্রীয় সরকার গত অক্টোবর মাসে একটি বিশেষ ঋণ সহায়তা ব্যবস্থা চালু করে। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে আনুমানিক ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতেই এই উদ্যোগ। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান অর্থ প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। 


তিনি আরও জানান, সরকার গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ঋণ সহায়তা ব্যবস্থার মাধ্যমে ৮৪ হাজার কোটি টাকা ঋণ সংগ্রহ করা হয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ইতিমধ্যেই কয়েকটি কিস্তিতে ঋণ সহায়তা হিসাবে এই অর্থ দেওয়া হয়েছে। শ্রী ঠাকুর আরও বলেন, জিএসটি রূপায়ণ বাবদ রাজস্ব খাতে ঘাটতি মেটাতে বিশেষ ঋণ সংগ্রহ ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে মোট রাজ্যস্তরীয় অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫০ শতাংশের সমতুল হারে অতিরিক্ত ঋণ সংগ্রহের অনুমতি দিয়েছে। অবশ্য, ঋণ সংগ্রহের ক্ষেত্রে এই সুবিধা সেই সমস্ত রাজ্যগুলি পাবে, যারা রাজস্ব ঘাটতি মেটাতে প্রথম বিকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যেই ২৮টি রাজ্যকে রাজ্যস্তরীয় অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫০ শতাংশের সমতুল হিসাবে ১ লক্ষ ৬ হাজার ৮৩০ কোটি টাকা ঋণ সংগ্রহে অনুমতি দেওয়া হয়েছে বলেও অর্থ প্রতিমন্ত্রী জানান। 

***

 

 

CG/BD/SB



(Release ID: 1703506) Visitor Counter : 85


Read this release in: Telugu , English , Urdu , Punjabi