স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ডাক্তার হর্ষ বর্ধন আজ অশোক বিহারের দীপ মার্কেটে একটি জনৌষধি কেন্দ্রের সূচনা করেছেন


আজ পর্যন্ত গোটা দেশের বিভিন্ন জেলায় ৭৫০০ টি জনৌষধি কেন্দ্র রয়েছে

দেশের সমস্ত নাগরিকদের সুলভে উৎকৃষ্ট স্বাস্থ্য পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর: ড:হর্ষ বর্ধন

Posted On: 07 MAR 2021 5:07PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৭ই মার্চ, ২০২১

জনৌষধি দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার হর্ষ বর্ধন আজ অশোক বিহারের দীপ মার্কেটে একটি জনৌষধি কেন্দ্রের সূচনা করেছেন।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,প্রতি বছর ৭ই মার্চ,জনৌষধি দিবস পালনের কথা ঘোষণা করেছেন। মূলত জেনেরিক ওষুধের প্রসার বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ। এই তৃতীয় জনৌষধি দিবসের মূল ভাবনা হলো "সেবা ভি-রোজগার ভি"।মূলত ওষুধ ব্যবসায়ীদের কর্ম সংস্থানের পাশাপাশি সমাজের সমস্ত শ্রেনীর মানুষের কাছে উৎকৃষ্ট ওষুধ পৌছে দেওয়াই এর লক্ষ্য।


তিনি জানান যে সপ্তাহব্যাপী "জনৌষধি সপ্তাহে"র আজ শেষ দিন। গত এক সপ্তাহ জুড়ে জনৌষধি বিষয়ে সকলকে অবহিত করতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।যার মধ্যে রয়েছে মেডিকেল ক্যাম্প সংগঠন, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, পদযাত্রা এবং বাইক মিছিল প্রমুখ। উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকা গুলিতে জনৌষধি কেন্দ্র হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার বিস্তারিত পরিসংখ্যান দিয়ে ড: হর্ষ বর্ধন বলেন,এই প্রকল্পের প্রথম ছয় বছর;২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র ৮৬ টি কেন্দ্র খোলা হয়। পরবর্তী ছয় বছরে, ২০২০ পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭,৩০০। দেশের সবকটি জেলাতে এই কেন্দ্র খোলা হয়েছে। আজ ৭ই মার্চ ২০২১ এ ৭৫০০ টি কেন্দ্র খোলা হলো।২০২৪ সালের মধ্যে এই কেন্দ্রের সংখ্যা ১০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।


তিনি জানান,প্রতি মাসে প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২৫ লক্ষ মানুষ এই জনৌষধি কেন্দ্রগুলি থেকে ওষুধ নেন। এই কেন্দ্রগুলির জনপ্রিয়তা বিচার করা যায় এই ভাবে যে সাধারন মানুষ এই গুলিকে "প্রধানমন্ত্রীজী কি দুকান" বা "মোদীসিন" বলে চিহ্নিত করে থাকে। উৎকৃষ্ট মানের জেনেরিক ওষুধের পাশাপাশি এই কেন্দ্রগুলিতে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ১৫ হাজার যুবকের কর্মসংস্থান হয়েছে সরাসরি। দেশে প্রায় ১ হাজার পিএমবিজে কেন্দ্র চালায় মহিলাবৃন্দ।


পিএমবিজে কেন্দ্রগুলিকে আরও জোরদার করতে দুটি প্রকল্প আনা হচ্ছে বলে মন্ত্রী জানান। সেগুলি হলো নতুন উৎসাহ পরিকল্পনার সূচনা এবং পিএমবিজেপিতে ৭৫ টি আয়ুষ ওষুধের সংযোজন।


ড: হর্ষ বর্ধন,কোভিড-19 অতিমারীকালে পিএমবিজেকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।


সরকার সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে এই কেন্দ্রগুলি কাজ করছে। ক্যান্সার সহ গুরুতর অসুখের জন্য প্রায় ৫০ হাজার কেন্দ্র এবং ২৪ হাজারেরও বেশি বেসরকারি হাসপাতালে পিএম-জেএওয়াই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা হয়েছে বলে তিনি জানান। জলবাহিত রোগ প্রতিরোধে জল জীবন মিশনের ব্যবস্থা,ফুসফুসের রোগ প্রতিরোধে উজ্বলা প্রকল্প গ্রহন করা হয়েছে বলে ড:হর্ষ বর্ধন উল্লেখ করেন।

***

 

 

CG/PPM



(Release ID: 1703070) Visitor Counter : 134