প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও কঠিন জ্বালানী ডাক্টড র্যামজেটের সফল উৎক্ষেপণ করেছে
Posted On:
05 MAR 2021 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ মার্চ, ২০২১
প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও)আজ ওড়িশার চাঁদিপুর থেকে কঠিন জ্বালানী ডাক্টড র্যামজেট প্রযুক্তির সফল উৎক্ষেপণ করেছে। এই প্রযুক্তির সঙ্গে যুক্ত বুস্টার মোটর, নজেল-লেস মোটর যথাযথভাবে কাজ করেছে। এরফলে বিশ্বে যে গুটিকয় দেশ এই প্রযুক্তি ব্যবহার করতে পারে ভারত সেই তালিকায় যুক্ত হয়েছে।
আইটিআর-এর ইলেক্ট্রো অপটিক্যাল রাডার এবং টেলিমেট্রি সরঞ্জাম এই ক্ষেপনাস্ত্রের কাজের ওপর নজরদারি চালায়। ডিআরডিও-র গবেষকরা জানিয়েছেন প্রাপ্ত তথ্য থেকে সফল উৎক্ষেপনের বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা দপ্তরের গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি এই উৎক্ষেপণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বিজ্ঞানী, ভারতীয় বিমান বাহিনী ও শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন।
***
CG/CB/NS
(Release ID: 1702773)
Visitor Counter : 283