প্রতিরক্ষামন্ত্রক
এক্স ডেজার্ট ফ্ল্যাগ সিক্সে ভারতীয় বায়ুসেনার অংশগ্রহণ
प्रविष्टि तिथि:
02 MAR 2021 5:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২১
সংযুক্ত আরব আমিরশাহী পরিচালিত বিমান মহড়া এক্স ডেজার্ট ফ্ল্যাগ- সিক্স-এ ভারতীয় বায়ুসেনা অংশ নেবে। ভারতের পাশাপাশি এই বিমান মহড়ায় সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং বাহরিন যোগ দেবে। আগামী ৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহির আলদাফরা বিমান ঘাঁটিতে এই মহড়া হবে। এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে আধুনিক যুদ্ধবিমানগুলি অনুশীলনের জন্য ব্যবহার করা হবে।
গত কয়েক দশক ধরেই ভারতীয় বায়ুসেনা নিয়মিতভাবে আন্তর্জাতিক স্তরে মহড়া গুলিতে অংশগ্রহণ করে থাকে।
***
CG/ SB
(रिलीज़ आईडी: 1702076)
आगंतुक पटल : 308