সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

শ্রী থাওরচাঁদ গেহেলট ভার্চুয়াল মাধ্যমে "সুগম্য ভারত অ্যাপ" এবং "অ্যাক্সেস- দা ফটো ডাইজেস্ট" হ্যান্ডবুকের উদ্বোধন করেছেন

Posted On: 02 MAR 2021 2:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২১
 
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী থাওরচাঁদ গেহেলট আজ নতুন দিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে "সুগম্য ভারত অ্যাপ" এবং "অ্যাকসেস- দা ফোটো ডাইজেস্ট" নাম একটি হ্যান্ডবুকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ওই মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অ্যাপ এবং হ্যান্ডবুকটি সংশ্লিষ্ট মন্ত্রকের অধীন দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগ তৈরি করেছে। যে কোন এন্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
 
অ্যাপ এবং হ্যান্ডবুকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "সুগম্য ভারত অ্যাপ" হচ্ছে  ভারত অভিযানের তিনটি স্তম্ভ, অর্থাৎ ভারতের পরিবেশ, পরিবহন ক্ষেত্র এবং আইসিটি- বাস্তুতন্ত্র  সম্পর্কিত একটি মাধ্যম। এই অ্যাপটির মাধ্যমে পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে। খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে বলে তিনি জানান। অ্যাপটিতে দশটি আঞ্চলিক ভাষায় তথ্য দেওয়া থাকবে। অন্যদিকে, হ্যান্ডবুকটিতে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিষয়ের ছবি দেওয়া রয়েছে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1702022) Visitor Counter : 162