বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

জ্ঞান উদ্ভাবনের সুযোগ তৈরীর ওপর বিশেষ জোর দিয়েছেন অধ্যাপক কে বিজয় রাঘবন

Posted On: 02 MAR 2021 12:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মার্চ ২০২১
 
ভারত সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক কে বিজয় রাঘবন জ্ঞান জ্ঞান  উদ্ভাবনের সুযোগ তৈরীর ওপর বিশেষ জোর দিয়েছেন। জ্ঞান ও সমাজের মধ্যে ব্যবধান হ্রাস করার পাশাপাশি, বৃহৎ তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি করে ভারতকে বিজ্ঞান ক্ষেত্রে বিশ্বের অগ্রণী ভূমিকায় তুলে ধরা প্রয়োজন বলে জানান তিনি। ওয়াদিয়া ইন্সটিটিউট অফ হিমালয়ান জিওলজির জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন অনুষ্ঠানে একথা জানান শ্রী রাঘবন। 
 
অধ্যাপক রাঘবন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বর্তমান পরিস্থিতি প্রয়োজনের তাগিদে এই বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরও বেশি অনুধাবন প্রয়োজন। তবেই সমাজ ব্যবস্থা আরও বেশি মজবুত হয়ে উঠবে। প্রযুক্তি-চালিত বিশ্বে জিও সায়েন্স বা ভূ-তত্ত্বের ওপর জোর দিয়ে অধ্যাপক রাঘবন হিমালয়ের উত্থান কিভাবে বিশ্বব্যাপী মানবসভ্যতায় পরিবর্তন নিয়ে এসেছে, সেকথাও তুলে ধরেন। 
 
হায়দরাবাদে সেন্টার ফর সেরামিক প্রসেসিং, এআরসিআই – এর অধিকর্তা ডঃ জি পদ্মনাভম যুব বিজ্ঞানীদের সমাজের প্রয়োজনে যেমন শক্তি, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রের ওপর গবেষণার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিনের আলোচনায় এনআইটি, আইআইটি, আইআইএসসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা অংশ নেন। 
 
***
 
 
 
 
CG/SS/SB


(Release ID: 1701947) Visitor Counter : 107