আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
কেন্দ্রীয় আবাসন ও নগরায়ন সম্পর্কিত মন্ত্রক ২০২১ সালের স্বচ্ছ সর্বক্ষেণের ক্ষেত্রীয় পর্যায়ের মূল্যায়ন কর্মসূচির সূচনা করেছে
Posted On:
01 MAR 2021 3:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ মার্চ, ২০২১
কেন্দ্রীয় আবাসন ও নগরায়ন সম্পর্কিত মন্ত্রকের সচিব শ্রী দুর্গা শঙ্কর মিশ্র আজ নতুন দিল্লিতে এক ওয়েব ভিত্তিক অনুষ্ঠানে ভারত সরকার পরিচালিত স্বচ্ছতা সমীক্ষা বিষয়ে ষষ্ঠ তম "স্বচ্ছ সর্বেক্ষণের ক্ষেত্রীয় পর্যায়ের মূল্যায়ন ২০২১" কর্মসূচির সূচনা করেছেন। শহর অঞ্চলে স্বচ্ছতা ব্যবস্থাপনার উন্নতি সাধনে এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে ২০১৬ সাল থেকে মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে শ্রী মিশ্র জানান স্বচ্ছ সর্বেক্ষণ দেশের শহর ও নগর অঞ্চলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করেছে। ২০১৬ সালে ৭৩টি শহরে প্রায় ১০ লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ শুরু হয়।এর পর শহর আর মানুষের অংশগ্রহণের সংখ্যা ক্রমশ বেড়ছে।২০২০ সালে ৪২৪২টি শহরে এই সর্বেক্ষণের কাজ চালানো হয়।তিনি বলেন এই শহরগুলি নিয়মিতভাবে তাদের তথ্য পূরণ করছে।এমনকি স্বচ্ছ সর্বেক্ষণে প্রতিনিয়ত তাদের অগ্রগতি জুগিয়েছে। পাশাপাশি স্বচ্ছ সর্বেক্ষণ ২০২১ প্রস্তুতির জন্য বেশ কয়েকটি নাগরিক কেন্দ্রিক বিষয়ে প্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান।
সাধারণত প্রতি বছর ৪-৩১ জানুয়ারি পর্যন্ত এই সর্বেক্ষণের কাজ চালানো হয়। কিন্তু করোনা পরিস্থিতির জন্য ২ মাস পিছিয়ে ১-২৮ মার্চ পর্যন্ত এই কাজ চালানো হবে।এবার স্বচ্ছ সর্বেক্ষণ প্রক্রিয়াটি আরও শক্তিশালী করে তোলা হয়েছে।
শ্রী মিশ্র জানান স্বচ্ছ সর্বেক্ষণ এখন একটি "জন আন্দোলনে" পরিনত হয়েছে।স্বচ্ছতা অ্যাপ, স্বচ্ছ সুরক্ষা পোর্টাল সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ কোটিরও বেশি নাগরিক এই স্বচ্ছ সর্বেক্ষণ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন শহরগুলির যোগ্যতার ভিত্তিতে এবার জেলা গুলিকেও ক্রমতালিকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।
২০১৪ সালে সূচনা হওয়ার পর থেকে, স্বচ্ছ ভারত মিশন-শহর (এসবিএম-ইউ) স্যানিটেশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। এবারের বাজেটে এসবিএম-ইউ কর্মসূচির দ্বিতীয় পর্যায়(২০২১-২৬)এর কথা ঘোষণা করা হয়েছে।
স্বচ্ছ সর্বেক্ষণের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে ফেসবুক, ট্যুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যম অনুসরণ করা যেতে পারে । সে গুলি হল-
Facebook Swachh Bharat Mission - Urban | Twitter - @SwachhBharatGov
Facebook: Swachh Survekshan India | Twitter - @SwachhSurvekshan
Instagram: Swachh_Survekshan
***
CG/SS
(Release ID: 1701832)
Visitor Counter : 228