অর্থমন্ত্রক

২০১৯-২০ অর্থবর্ষের জন্য জিএসটিআর-৯ এবং জিএসটিআর-৯সি সংশোধিত বার্ষিক রিটার্ন দাখিলের সময়সীমা বেড়ে আগামী ৩১শে মার্চ

Posted On: 28 FEB 2021 6:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
 
২০১৯-২০ অর্থবর্ষের জন্য সিজিএসটি আইনের ৪৪ ধারা সহ সিজিএসটি বিধির ৮০ ধারা অনুযায়ী জিএসটিআর-৯ এবং জিএসটিআর-৯সি সংশোধিত রিটার্ন দাখিলের সময়সীমা গত ৩০শে ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে ২৮শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এদিকে, করদাতাদের পক্ষ থেকে ওই সময়সীমার মধ্যে বার্ষিক রিটার্ন দাখিলের একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার দরুন সরকার ২০১৯-২০ অর্থবর্ষের জন্য সংশোধিত জিএসটিআর-৯ এবং জিএসটিআর-৯সি রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১শে মার্চ পর্যন্ত করা হয়েছে। অবশ্য ভারতের নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে এই সময়সীমা বাড়ানো হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে এই পেশবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, যাতে করদাতারা বর্ধিত সময়সীমার মধ্যে তাদের রিটার্ন দাখিলের পরিকল্পনা করতে পারেন। সংশোধিত রিটার্ন দাখিলের ক্ষেত্রে বর্ধিত সময়সীমার ব্যাপারে প্রয়োজনীয় নীতি-নির্দেশিকাও মন্ত্রক জারি করছে। 
 
***
 
 
 
CG/BD/AS


(Release ID: 1701580) Visitor Counter : 147