পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
শ্রী ধর্মেন্দ্র প্রধান আই এল এস, ভুবনেশ্বরের প্রতিষ্ঠা দিবস উদযাপনে ভাষণ দেন;
ওড়িশার জীবন ও জীবিকার ক্ষেত্রে বৃহত্তর অবদানের কথা স্মরণ করেন
Posted On:
18 FEB 2021 3:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন আজ ওড়িশার ভুবনেশ্বরে ইনস্টিটিউট অফ লাইফ সাইন্সেস,আইএলএস-এর ৩২-তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবময় ভূমিকার জন্য উভয় মন্ত্রী ধন্যবাদ জানান। শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের অবদান এবং প্রচেষ্টা সমাজের প্রত্যাশা পূরণ এবং উপকার করে।
তিনি বলেন, ওড়িশার সমুদ্রতট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ব্লু- ইকোনমির দৃষ্টিভঙ্গি হিসাবে আলোকপাত করেছে। আইএলএস- এ একটি উৎকৃষ্ট মানের মেরিন বায়োটেকনোলজি কেন্দ্র গড়ে তোলার জন্য তিনি ডাক্তার হর্ষবর্ধনের কাছে আবেদন জানান।
তিনি বলেন, ওড়িশার জীবন ও জীবিকার ক্ষেত্রে আইএলএস অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে।
দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোভিড জনিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে শ্রী প্রধান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।
***
CG/SB
(Release ID: 1699238)
Visitor Counter : 129