আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

নার্চারিং নেবারহুড চ্যালেঞ্জের ঘোষণা ; ২৫টি শহর তালিকাভুক্ত

Posted On: 18 FEB 2021 2:23PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রকের স্মার্ট সিটি মিশন বার্ণাড ভ্যান লির ফাউন্ডেশেন এবং কারিগরি অংশীদার সংস্থা ডাব্লুআরআই ইন্ডিয়ার সহযোগিতায় নার্চারিং নেবারহুড চ্যালেঞ্জের জন্য ২৫টি শহরের তালিকা তৈরি করেছে। সরকারের স্মার্ট সিটি মিশনের মাধ্যমে ৩ বছর মেয়াদী এই চ্যালেঞ্জের উদ্দেশ্যই হল শিশুদের জন্য এক অনুকূল পারিপার্শিক পরিবেশ গড়ে তোলা। 
 
নার্চারিং নেবারহুড চ্যালেঞ্জের জন্য যে ২৫টি শহর তালিকাভুক্ত হয়েছে তারমধ্যে রয়েছে- আগরতলা, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, ধর্মশালা, হায়দ্রাবাদ, ইন্দোর, কোচি, কোহিমা প্রভৃতি। তালিকাভুক্ত এই ২৫টি শহরকে স্মার্ট সিটি মিশনের আওতায় শিশুদের বেড়ে ওঠার অনুকূল বাতাবরণ গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে এবং বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা হবে। 
 
চ্যালেঞ্জের প্রথম পর্যায়ে ওই ২৫টি শহরের কর্তৃপক্ষ আবেদন জানাতে পারবে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার সুবিধা গ্রহণ করবে। এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জের জন্য ৬৩টি শহরের পক্ষ থেকে শিশুদের অনুকূল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে আবেদনপত্র পাওয়া গেছে। ছোট্ট শিশু ও তাদের পরিচর্যাকারীদের জন্য এক অনুকূল বাস্তবিক ও মনস্তাত্ত্বিক সুস্বাস্থ্যের পরিবেশের বিকাশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আবেদনকারী ৬৩টি শহরের মধ্য থেকে যোগ্যতা নিরূপন কমিটি ২৫টি শহরকে চিহ্নিত করেছে। এই শহরগুলিতে শিশুদের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ গড়ে তোলার পাশাপাশি আবাসিকদের জন্য যাতায়াতের উপযুক্ত করিডর, শহরাঞ্চলের বস্তি এলাকাগুলিতে অসুরক্ষিত শিশু ও তাদের পরিচর্যাকারীদের জন্য নিরাপদ পরিবেশ, বিদ্যালয়ে পঠন-পাঠনের পর বিদ্যালয়ে মাঠেই খেলাধুলার পরিবেশ গড়ে তোলার মতো প্রস্তাব রয়েছে। 
 
মন্ত্রকের যুগ্ম সচিব এবং স্মার্ট সিটি মিশনের মিশন ডাইরেক্টর শ্রী কুনাল কুমার বলেছেন, শিশুদের জন্য শহরাঞ্চলে অনুকূল পরিবেশ গড়ে তুলতে শহরগুলিকে উৎসাহিত করতে এই উদ্যোগের মাধ্যমে পারিপার্শ্বিক অবস্থার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্মার্ট সিটি মিশনের আওতায় নাগরিক কেন্দ্রিক উন্নয়নমূলক কর্মকান্ডের আরও প্রসারে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে নার্চারিং নেবারহুড চ্যালেঞ্জ বড় ভূমিকা নেবে। প্রাথমিকভাবে শূন্য থেকে ৫ বছর বয়সী ১২ লক্ষেরও বেশি শিশুর জীবনযাপনের মানোন্নয়নে এই চ্যালেঞ্জের আওতায় পরীক্ষামূলকভাবে ৩০০টির বেশি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলে সমস্ত দূর্দশাগ্রস্ত নাগরিক বিশেষ করে, ছোট শিশুদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে গত বছরের চৌঠা জানুয়ারি সমস্ত ছোট শহর, রাজ্য রাজধানী ও অন্যান্য শহরগুলিকে নিয়ে নার্চারিং নেবারহুড চ্যালেঞ্জের সূচনা হয়। 
 
***
 
 
 
CG/BD/NS

(Release ID: 1699096) Visitor Counter : 247