প্রতিরক্ষামন্ত্রক

পুণের কিরকীতে বয়েজ স্পোর্টস কোম্পানি, বেগ অ্যান্ড সেন্টারে রোয়িং, জিমন্যাস্টিক এবং বাস্কেটবল ক্রীড়া বিভাগে নিয়োগ পদ্ধতি

Posted On: 17 FEB 2021 3:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

পুণের কিরকীতে বয়েজ স্পোর্টস কোম্পানি, বেগ অ্যান্ড সেন্টারে রোয়িং, জিমন্যাস্টিক ও বাস্কেটবল ক্রীড়া বিভাগে নিয়োগ শিবির আগামী ২৫-৩১শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিয়োগের ক্ষেত্রে রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক বিভাগে পদকজয়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। রোয়িং, জিমন্যাস্টিক ও বাস্কেটবল – এই ৩টি বিভাগে ৮-১৪ বছর বয়সীদের নিয়োগ করা হবে। ন্যূনতম চতুর্থ শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের জন্য মনোনীত হবেন।


পুণের কিরকীতে বয়েজ স্পোর্টস কোম্পানি, বেগ অ্যান্ড সেন্টারে নির্বাচনের জন্য প্রত্যেক প্রার্থীকে তাঁর পিতামাতা/অভিভাবক সহ নিম্নলিখিত প্রকৃত নথিপত্রগুলি সঙ্গে নিয়ে আসতে হবে :

১) জন্ম শংসাপত্র
২) শিক্ষা সংক্রান্ত শংসাপত্র/বিদ্যালয়ের প্রিন্সিপালের পক্ষ থেকে দেওয়া মার্কশিট
৩) সুনির্দিষ্ট ক্রীড়া বিভাগে সাফল্যের শংসাপত্র
৪) জাতিগত শংসাপত্র
৫) আবাসিক শংসাপত্র
৬) সাম্প্রতিক সময়ের ১০টি কালার পাসপোর্ট সাইজ ফটো
৭) আধার কার্ড
৮) চারিত্রিক শংসাপতগ্র
৯) সংশ্লিষ্ট খেলাধূলার সহায়ক সরঞ্জাম

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যাবতীয় খরচ সংশ্লিষ্ট প্রার্থীকেই খরচ করতে হবে। নির্বাচিত প্রার্থীরা নিখরচায় দশম শ্রেণী পর্যন্ত বোর্ডিং অ্যান্ড লজিং, খেলাধূলার সরঞ্জাম, মেডিকেল ও সায়েন্টিফিক কোচিং প্রভৃতির সুবিধা পাবেন। এরপর, যোগ্য খেলোয়াড়রা নিয়োগ সম্পর্কিত বিধি অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হতে পারবেন।


নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সময় সমস্ত প্রার্থীকে মাস্ক ও দস্তানা ব্যবহার করতে হবে। সেই সঙ্গে, আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ করুন - 9322581748/ 7992200216/ 8764063579/ 7030458444 নম্বরে।

***

 

 


CG/BD/SB


(Release ID: 1698801) Visitor Counter : 154