আইনওবিচারমন্ত্রক

বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে শ্রীমতী পুষ্প বীরেন্দ্র গণেদীওয়ালা'কে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি

Posted On: 13 FEB 2021 10:10AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
 
রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ২২৪ অনুচ্ছেদের ধারা (১) দ্বারা প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে শ্রীমতী  পুষ্প বীরেন্দ্র গণেদীওয়ালা'কে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে এক বছরের জন্য বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ করেছেন। গতকাল ন্যায়-বিচার মন্ত্রকের অন্তর্গত বিচার বিভাগ এ বিষয়ে  একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিচারপতি শ্রীমতী পুষ্প বীরেন্দ্র গাণেদীওয়ালা ২০০৭ সালে ২৬ অক্টোবর জেলা বিচারক হিসাবে চাকরিতে যোগ দেন এবং মহারাষ্ট্রের বিভিন্ন আদালতে জুডিশিয়াল অফিসার হিসাবে দায়িত্ব সামলেছেন।  তিনি মহারাষ্ট্র জুডিশিয়াল একাডেমী এবং ভারতীয় সালিশ কেন্দ্র ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যুগ্ম অধিকর্তা এবং বোম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসাবেও দায়িত্বভার সামলেছেন। তিনি ২০১৯ সালে ১৩ ফেব্রুয়ারি  দুই বছরের জন্য বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন।
 
***
 
 
 
CG/SS 

(Release ID: 1697837) Visitor Counter : 171