বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

ডিজি লকারের মাধ্যমে ডিজিটাল ইন্সিওরেন্স পলিসি দেওয়ার জন্য সব বীমা সংস্থাকে আইআরডিএআই-এর পরামর্শ

Posted On: 12 FEB 2021 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২  ফেব্রুয়ারি, ২০২১

 

          ভারতের বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ( ইন্সিওরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-আইআরডিএআই) ৯ই ফেব্রুয়ারি এক নির্দেশিকায় ডিজি লকারের মাধ্যমে ডিজিটাল ইন্সিওরেন্স পলিসি দেওয়ার জন্য সব বীমা সংস্থাকে পরামর্শ দিয়েছে। ওই নির্দেশিকায়  বীমা সংস্থাগুলিকে বলা হয়েছে কিভাবে পলিসি হোল্ডারদের এই পদ্ধতি ব্যবহার করতে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে বিস্তারিতভাবে জানাতে হবে।  সংস্থাগুলি পলিসি হোল্ডারদের জানাবে ডিজি লকারে কেমন করে তারা পলিসিগুলিকে রাখছে। ডিজি লকারের ব্যবহারের বিষয়ে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজি লকারটি এক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।

      ডিজি লকার এমন একটি ব্যবস্থা, যেখানে নাগরিকরা তাদের আসল নথি ও শংসাপত্র ডিজিটাল ফরম্যাটে পাবেন। এর ফলে কাগজের নথি নেওয়ার ব্যবহার কমবে এবং নির্ঝঞ্ঝাটে নাগরিকরা প্রয়োজনীয় নথি পাবেন। 

      বীমা ক্ষেত্রে ডিজি লকারের উদ্যোগের ফলে পলিসির কাগজ না পাওয়া, বীমা সংক্রান্ত দাবি পূরণে দেরি হওয়া এবং বিভিন্ন বিবাদের নিষ্পত্তি দ্রুত করা যাবে। সব মিলিয়ে এর মধ্য দিয়ে গ্রাহকদের সুবিধা হবে।

      আইআরডিএআই-এর এই সংক্রান্ত সিদ্ধান্ত যাতে নেয়, তার জন্য অনুরোধ করে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে,  অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুরকে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে শ্রী ধোতরে ডিজি লকার অ্যাকাউন্ট চালু করার অনুরোধ জানান। বীমা সংক্রান্ত নথিপত্র প্রতিটি নাগরিক এবং তাদের সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে বীমার কাগজ হাতে পাওয়া খুবই জরুরি। ডিজি লকারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শংসাপত্র দেওয়ার মধ্য দিয়ে নাগরিকদের সুবিধা হবে।

***

 

 

CG/CB /NS



(Release ID: 1697567) Visitor Counter : 138