পর্যটনমন্ত্রক

পর্যটন মন্ত্রক দেখো আপন দেশ প্রচারাভিযানের আওতায় “অ্যাস্ট্রো-ট্যুরিজম:প্রকৃতি-ভিত্তিক পর্যটনের পরবর্তী পর্যায়” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে

Posted On: 07 FEB 2021 1:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২১
 
পর্যটকদের  প্রকৃতি-ভিত্তিক পর্যটন বিষয়ে  উৎসাহিত করার লক্ষ্যে, সুস্থায়ী  পর্যটনের বিকাশের উদ্দেশ্যে শনিবার (৬ ফেব্রুয়ারি )পর্যটন মন্ত্রক দেখো আপন দেশ প্রচারাভিযানের আওতায় “অ্যাস্ট্রো-ট্যুরিজম: প্রকৃতি-ভিত্তিক পর্যটনের পরবর্তী পর্যায় ” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে। কোভিড পরবর্তী সময়ে এই ক্ষেত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ওয়েবিনারে অ্যাস্ট্রো-ট্যুরিজমের সম্ভাবনাময় দিকগুলি অন্বেষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা পরবর্তী সময়ে  সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে।
 
ওয়েবিনারটির উদ্বোধন করেন ভারত সরকারের পর্যটন মন্ত্রকের অতিরিক্ত মহা নির্দেশিক রুপিন্দার ব্রার।  তিনি  বলেন যে অ্যাস্ট্রো-ট্যুরিজম এমন এক চিন্তা ভাবনা,  যা বর্তমানে পুরো বিশ্ব জুড়ে চলছে।
 গ্লোবাল হিমালয়ান সম্প্রসারণ (জিএইচই) হিমালয়ের দুর্গম গ্রামগুলিতে সৌর শক্তি পৌঁছে দিতে একটি কার্যকরী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে ।  জিএইচইর সিইও জয়দীপ বানসাল ওয়েবিনারে জানান  ১৪০ টি গ্রাম বিদ্যুতায়নের মাধ্যমে ৬০,০০০-এরও বেশি মানুষের জীবনে আলো পৌঁছে দেওয়া সম্ভবপর হয়েছে ।
 
জিএইচই'র অ্যাস্ট্রোনমি ফর লাইফ (www.astrostays.com) উদ্যোগের প্রধান সোনাল আসগোত্রা এবং অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর ডেভলপমেন্টের (ওএডি) প্রতিষ্ঠাতা তথা বর্তমান পরিচালক কেভিন গভেন্ডার অ্যাস্ট্রো-ট্যুরিজম  
এবং সুস্থায়ী পর্যটনের বিষয় বক্তব্য রাখেন। একই সঙ্গে , বিশ্বের প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলগুলিতে সুস্থায়ী  পর্যটনের অর্থনৈতিক বিকাশের জন্য, পর্যটকরা যাতে রাতের আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে অনন্য, জীবন-পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন সে কথাও ভাগ করে নেন তারা।এ বিষয়ে স্থানীয় মহিলাদের জ্যোতির্বিজ্ঞান এবং দূরবীণ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। 
 
এই ওয়েবিনারটি দেখা যাবে মন্ত্রকের সামাজিক মাধ্যম এবং  https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured এই লিঙ্কের মাধ্যমে।
 
আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল  ১১ টায়  গুজরাটের কেভাডিয়ায় 'স্ট্যাচু অফ ইউনিট'  বিষয়ে পরবর্তী ওয়েবিনারে আয়োজন করা হয় হয়েছে। 
 
***
 
 
 
CG/SS 


(Release ID: 1696033) Visitor Counter : 172