সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

ড্রাইভার ট্রেনিং সেন্টারগুলির স্বীকৃতি

Posted On: 05 FEB 2021 11:53AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ড্রাইভার ট্রেনিং সেন্টারগুলির স্বীকৃতি সম্পর্কে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। সাধারণ মানুষের জন্য আরও গুণগত মানের প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা পৌঁছে দিতে মন্ত্রক ড্রাইভার ট্রেনিং সেন্টারগুলির প্রয়োজনীয় প্রণালী আরও সুবিন্যস্ত করার প্রস্তাব করেছে। এছাড়াও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বীকৃত ড্রাইভার ট্রেনিং সেন্টারগুলি থেকে সফলভাবে প্রশিক্ষণ পর্ব শেষ করার পর একজন ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার সময় ড্রাইভিং টেস্ট দিতে হবে না। 
 
মন্ত্রকের এই পদক্ষেপের ফলে পরিবহণ শিল্প, বিশেষ করে প্রশিক্ষিত গাড়ি চালকরা বিশেষভাবে লাভবান হবেন। এমনকি, এর ফলে চালকদের দক্ষতা আরও বাড়বে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। 
 
মন্ত্রকের ওয়েবসাইটে জনসাধারণের মতামত ও পরামর্শের জন্য এই খসড়া বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। সমগ্র প্রক্রিয়া শেষ হওয়ার পর খসড়া বিজ্ঞপ্তিটি চূড়ান্তভাবে বিজ্ঞাপিত করা হবে। 
 
***
 
 
 
CG/BD/DM


(Release ID: 1695503) Visitor Counter : 194