প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় বিমান বাহিনী বিমান রক্ষণা-বেক্ষণে দেশীয় ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে
Posted On:
04 FEB 2021 6:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২১
ভারতীয় বিমান বাহিনীতে মিগ-২১ বাইসন থেকে অত্যাধুনিক রাফেল বিমান অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় বিমান বাহিনী এই ধরনের বিমানের বিভিন্ন যন্ত্রাংশ এবং পরিচালন ব্যবস্থাপনায় রক্ষণা-বেক্ষণ ও মেরামতির কাজে দেশীয় প্রযুক্তির ওপর বিশেষ জোর দিয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে দেশীয় প্রযুক্তি ব্যবহারে যথেষ্টই সুযোগ রয়েছে। বিমান রক্ষণা-বেক্ষণ এবং পরিচালন ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই এ ধরনের অধিকাংশ প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করেছে। পাশাপাশি, আত্মনির্ভর ভারত গঠনে দেশের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের সঙ্গে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাকে যুক্ত করা হয়েছে। এতে দেশে বিমান পরিচালন ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তি ব্যবহারের সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি অ্যারো ইন্ডিয়া সমারোহে ভারতীয় বিমান বাহিনী বিমান রক্ষণা-বেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় দেশীয় সরঞ্জামগুলি তুলে ধরে।
***
CG/SS/SB
(Release ID: 1695500)
Visitor Counter : 125