সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

রোপওয়ে এবং বিকল্প গতিশীলতা সমাধান এখন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনে হবে

Posted On: 04 FEB 2021 3:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২১
 
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এখন থেকে রোপওয়ে এবং বিকল্প গতিশীলতার সমাধান গুলির বিকাশও দেখাশোনা করবে।এই পদক্ষেপের ফলে গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বিশেষ গতি আসবে বলে মনে করা হচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকে ১৯৬১ সালের আইন সংশোধন করা হয়েছে।
 
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোপওয়ে এবং বিকল্প গতিশীলতা সমাধান প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এই খাতে যাবতীয় নির্মাণ, গবেষণা এবং নীতি গঠনের দায়িত্ব থাকবে মন্ত্রকের। উন্নত প্রযুক্তির জন্য প্রাতিষ্ঠানিক, আর্থিক এবং নিয়ন্ত্রক কাঠামোকে এর আওতায় আনা হবে।
 
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গডকরি বলেন, বিকল্প গতিশীলতা এবং রোপওয়ে দেশের পরিবহন খাতের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়নের ফলে যাতায়াত আরও সহজতর হবে বলে তিনি আশা করেন।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1695304) Visitor Counter : 138