উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

উত্তর-পূর্বাঞ্চলে প্রকল্পগুলির বিষয়ে পর্যালোচনা

Posted On: 04 FEB 2021 12:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২১
 
নীতি আয়োগ ১৭টি বিষয়-ভিত্তিক ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে ১৭টি গোষ্ঠী গঠন করেছে। সুশীল সমাজের সংগঠন, কেন্দ্রীয় মন্ত্রক/দপ্তরের সদস্যদের নিয়ে এই গোষ্ঠী গঠিত হয়েছে। এই গোষ্ঠী ১৭টি ক্ষেত্রে কাজ পরিচালন করার পাশাপাশি উপযুক্ত কর্মপরিকল্পনা গ্রহণ করবে। চতুর্দশ অর্থ কমিশনের প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেবে। এই প্রকল্পগুলি মূলত উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দ্বারা অনুমোদিত হয়েছে। 
 
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সরকার আত্মনির্ভর ভারত অভিযানের কথা ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্যই হ’ল দেশকে আত্মনির্ভর করে তোলা এবং স্থানীয় উৎপাদিত সামগ্রী ও স্থানীয় বাজারের ওপর বিশেষ জোর দেওয়া। এর পাশাপাশি, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির জন্য জরুরি ভিত্তিতে ঋণদান প্রকল্প চালু করা, প্রধানমন্ত্রী আবাস যোজনা – নগর এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুবিধা চালু করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির জন্য প্রতিনিয়ত উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে এবং পর্যালোচনা করছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি সমস্যা জর্জরিত মানুষের সুবিধার্থে মন্ত্রক উত্তর-পূর্বের ৮টি রাজ্যের জন্য কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। স্বাস্থ্য ক্ষেত্রে ৫টি প্রকল্পের জন্য ১৯৩.৩২ কোটি টাকা বরাদ্দ হয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ডের জন্য। উত্তর-পূর্বাঞ্চল বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এমনকি, ওষুধ সরবরাহ ক্ষেত্রে উদ্ভূত সমস্যা এবং করোনা পরীক্ষা পরিকাঠামো গঠনের জন্য যথাযথ সাহায্যার্থে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক/দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে ।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।
 
***
 
 
 
CG/SS/SB


(Release ID: 1695127) Visitor Counter : 166