জলশক্তি মন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রীরা গোবর্ধন প্রকল্পের প্রচার ও অগ্রগতির জন্য যৌথভাবে গোবর্ধনের একটি সমন্বিত পোর্টাল চালু করেছেন

Posted On: 03 FEB 2021 5:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, মৎস্য ও পশু পালন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং, জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত এবং ওই দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া সম্মিলিতভাবে গোবর্ধন প্রকল্পের ওপর আজ একটি সমন্বিত পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোবর্ধন প্রকল্পটি ২০১৮ সালে চালু করা হয়েছে। আজ উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত বলেন,

এই প্রকল্পের মাধ্যমে গবাদি পশুর বর্জ্য নিয়ে গ্রামগুলিতে বায়োগ্যাস  ও জৈব সারে রূপান্তরিত করে গ্রামের মানুষ তথা পরিবারগুলিকে অর্থনৈতিক সুবিধা প্রদান করা হচ্ছে। নতুন এই সমন্বিত পোর্টাল বায়োগ্যাস প্রকল্প সমূহের সঙ্গে স্টেকহোল্ডার, বিভাগ এবং মন্ত্রকের নিবির সংযোগ স্থাপন করবে।

***

 

 

CG/ SB


(Release ID: 1694971) Visitor Counter : 209