পরিবেশওঅরণ্যমন্ত্রক

দিল্লিতে সমস্ত চিহ্নিত শিল্প ইউনিটে পরিশ্রুত জ্বালানির (পিএনজি) যোগান সুনিশ্চিত হয়েছে

Posted On: 03 FEB 2021 2:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২১

 

জাতীয় রাজধানী অঞ্চল ও সংলগ্ন এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে নবগঠিত কমিশন দিল্লির সমস্ত শিল্প ইউনিটের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পরিশ্রুত জ্বালানীর ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে দিল্লির ১ হাজার ৬২৭টি শিল্প ইউনিটকে পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল, আইজিএল এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিশ্রুত জ্বালানী ব্যবহারের ওপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে।

ইতিমধ্যেই ১ হাজার ৬২৭টি চিহ্নিত শিল্প ইউনিটে পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাসের যোগান সুনিশ্চিত করা হয়েছে এবং আরও ১ হাজার ৬০৭টি শিল্প ইউনিটকে চিহ্নিত করা হয়েছে। এই শিল্প ইউনিটগুলি দূষণ সৃষ্টিকারী চিরাচরিত জ্বালানীর পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করবে। দিল্লির বিভিন্ন এলাকায় বাকি যে ২০টি শিল্প ইউনিট রয়েছে, সেগুলি বর্তমানে জ্বালানী হিসাবে তরল প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। চলতি মাসের শেষ নাগাদ এই ইউনিটগুলিও পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে, দিল্লির সমস্ত শিল্প ইউনিট পরিশ্রুত জ্বালানী ব্যবহার করতে  পারবে। 

***

 

 

CG/BD/SB



(Release ID: 1694763) Visitor Counter : 183