প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা ক্ষেত্রে মূলধন ব্যয় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে আধুনিকীকরণের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ
প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ ৪.৭৮ লক্ষ কোটি টাকা বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন
Posted On:
01 FEB 2021 4:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১
এবারের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ১৮.৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন আজ সংসদে বাজেট পেশ করেছেন।
প্রতিরক্ষা খাতে ২০২১- ২২ অর্থবছরের জন্য ৪,৭৮,১৯৫.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা দপ্তরের পেনশন এবং আনুষঙ্গিক খাতে অতিরিক্ত আরও ৩,৬২,৩৪৫.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরের চেয়ে ২৪,৭৯২.৬২ কোটি টাকা বেশি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাজেটে প্রতিরক্ষা খাতে ৪.৭৮ লক্ষ কোটি টাকা অতিরিক্ত অর্থ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন।
***
CG/SB
(Release ID: 1694085)
Visitor Counter : 312