অর্থমন্ত্রক
জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহের পরিমাণ জানুয়ারিতে ১.২০ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে
प्रविष्टि तिथि:
31 JAN 2021 8:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ জানুয়ারি, ২০২১
জানুয়ারি মাসে জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহের পরিমাণ হয়েছে ১,১৯,৮৪৭ কোটি টাকা। এরমধ্যে সিজিএসটির পরিমাণ ২১,৯২৩ কোটি টাকা, এসজিএসটির পরিমাণ ২৯,০১৪ কোটি টাকা এবং আইজিএসটির পরিমাণ ৬০,২৮৮ কোটি টাকা। এছাড়াও কর বাবদ রয়েছে ৮,৬২২ কোটি টাকা। গত ৩১ জানুয়ারি সন্ধ্যে ছটা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। এর পাশাপাশি জিএসটিআর-৩বির রিটার্ন এর পরিমাণ দাঁড়িয়েছে ৯০ লক্ষ টাকা।
গত পাঁচ মাস ধরে জিএসটি আয়ের পুনরুদ্ধারের প্রবণতা অনুযায়ী জানুয়ারি,২০২১-এর আয় আগের বছরের জানুয়ারি মাসের চেয়ে ৮ শতাংশ বেশি হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পণ্য আমদানি থেকে আয়ের পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গ্রাহস্থ্য লেনদেনের ক্ষেত্রে আয়ের পরিমাণ ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1693860)
आगंतुक पटल : 227