বস্ত্রমন্ত্রক

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি যুবিন ইরানি ভার্চুয়াল মাধ্যমে অষ্টম ভারত আন্তর্জাতিক রেশম বস্ত্র মেলার উদ্বোধন করেছেন


৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে

प्रविष्टि तिथि: 31 JAN 2021 7:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ জানুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ ও বস্ত্রমন্ত্রী শ্রীমতি স্মৃতি যুবিন ইরানি আজ ভার্চুয়াল মাধ্যমে অষ্টম ভারত আন্তর্জাতিক রেশম বস্ত্র মেলার উদ্বোধন করেন। এই মেলাকে ভারত রেশম বস্ত্র রপ্তানি উন্নয়ন পর্ষদের অধীন দেশের সর্ববৃহৎ রেশম বস্ত্র মেলা হিসেবে গণ্য করা হয়। মেলা ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রীমতি ইরানি বলেন, ইতিমধ্যে এই মেলায় ২০০-র বেশি বিদেশি ক্রেতা এবং সমসংখ্যক দেশীয় ক্রেতা নাম নথিভুক্ত করিয়েছেন। এই  রেশমবস্ত্র মেলায় একশটির মতো দেশীয় নামি রেশম বস্ত্র উৎপাদনকারী ও বিপণন সংস্থা ভার্চুয়াল মাধ্যমে ব্যবসা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করবেন। ভারতীয় রেশমের সৌন্দর্য এবং উজ্জ্বলতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় মন্ত্রী এই মেলায় অংশ নিতে বিদেশি ক্রেতাদেরও আহ্বান জানিয়েছেন।
 
ভারত রেশম উৎপাদনের বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত একমাত্র দেশ যেখানে রেশমের চার চারটি ধরন যেমন মালবেরি, এরি, তসর এবং মুগা উৎপাদন হয়। এই এসব থেকে বিভিন্ন ধরনের বস্ত্র, কার্পেট এবং গৃহস্থলীর অন্যান্য সামগ্রী তৈরি হয়। ভারতে প্রায় ১১টি রেশম জাত পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রয়েছে। এগুলো হচ্ছে পোক্যামপল্লি ইকত, চন্দ্ররপল সিল্ক, মহীশূর সিল্ক, কাঞ্চিপুরম সিল্ক, মুগা সিল্ক, সালেম সিল্ক, অর্নি সিল্ক, চম্পা সিল্ক, ভাগলপুরি সিল্ক এবং বেনারসি শাড়ি ও বুটিদার রেশমি কাপড়।
 
***
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1693859) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Kannada