অর্থমন্ত্রক
তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য ভারতে বিশেষত বেসরকারী ক্ষেত্রগুলিকে উদ্ভাবনের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার
प्रविष्टि तिथि:
29 JAN 2021 3:31PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ জানুয়ারি, ২০২১
ভারত ২০২০ সালে প্রথমবার বিশ্বের শীর্ষস্থানীয় ৫০টি উদ্ভাবনী দেশগুলির মধ্যে স্থান করে নেয়। ২০০৭ সাল থেকে প্রকাশিত বিশ্ব উদ্ভাবনী সূচক তালিকায় এই প্রথম ভারত ৫০এর মধ্যে জায়গা করে নেয়। ২০১৫ সালে ক্রমতালিকায় ভারতের স্থান ছিল ৮১। সেখান থেকে উন্নতি সাধন করে ভারত ২০২০ সালে ৪৮ নম্বর স্থান দখল করেছে। ২০২০-২১ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা সংসদে পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে উদ্ভাবনী দেশের ক্রমতালিকায় ভারত প্রথম স্থান দখল করেছে।
২০২০-২১ অর্থবর্ষের আর্থিক সমীক্ষায় উদ্ভাবনী ক্ষেত্রের ওপর আরও মনোনিবেশ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভারত খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এরজন্য গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে দেশের বিশেষত বেসরকারী সংস্থাগুলির গবেষণা, উন্নয়ন কাজে আরও বেশি করে অংশগ্রহণ প্রয়োজন বলে জানানো হয়েছে ।
পাশাপাশি গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন ক্ষেত্রে বাণিজ্যিক সংস্থাগুলিকে আরও বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এবারের আর্থিক সমীক্ষায় জানানো হয়েছে ভারতের বাণিজ্যিক সংস্থাগুলিকে গবেষণা ও উন্নয়নমূলক কাজে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজন।
সমীক্ষায় বলা হয়েছে যে ভারত আগামীদিনে উদ্ভাবনী ক্ষেত্রে নেতৃত্ব দেবে। ভারতের প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থাগুলিকে গবেষণা ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরজন্য সরকার একাধিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
***
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1693613)
आगंतुक पटल : 257