যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী কিরেণ রিজিজু অ্যান্টি-ডোপিং ক্ষেত্রে ব্যবহার করার জন্য গুয়াহাটি এনডিটিএল এবং এনআইপিইআর –এর তৈরি প্রথম উল্লেখযোগ্য উপাদানের সূচনা করেছেন

Posted On: 28 JAN 2021 6:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮শে জানুয়ারী, ২০২১
 
কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু গুয়াহাটি জাতীয় ডোপ টেস্টিং পরীক্ষাগার (এনডিটিএল) এবং জাতীয় ফার্মাসিউটিক্য়াল শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (এনআইপিইআর) –এর যৌথ সহযোগিতায় তৈরি অ্যান্টি - ডোপিং ক্ষেত্রে রাসায়নিক পরীক্ষায় ব্যবহারের জন্য একটি যুগান্তকারী উপাদানের সূচনা করেছেন। 
 
অ্যান্টি - ডোপিং ক্ষেত্রে এনডিটিএল –এর এই উল্লেখযোগ্য  সমন্বয়কারী এই উপাদানটি বিশ্বে খুব কমই পাওয়া যায় এবং সমস্ত ওয়াল্ড অ্যান্টি – ডোপিং এজেন্সি (ডব্লুএডিএ) পরীক্ষাগারে অ্যান্টি – ডোপিং পরীক্ষার কাজে ব্যবহৃত হবে। গত বছর আগস্ট মাসে এই সাহায্যকারী উপাদানটির তৈরি জন্য এনডিটিএল এবং  এনআইপিইআর –এর মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। এই উপাদানটি অ্যান্টি – ডোপিং পরীক্ষাগারে পরীক্ষার দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে। এমনকি যে কোনো খেলাধূলায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে। 
 
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু বলেন, এই পদার্থটি আকারে ছোট হলেও এর প্রভাব বৃহত্তর। খেলাধূলার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসবে এবং যে কোনো রকম প্রতারণা রুখতে সাহায্য করবে। তিনি অ্যান্টি – ডোপিং ক্ষেত্রে পরীক্ষার জন্য  সহায়ককারী উপাদানটি তৈরি করার জন্য এনডিটিএল এবং গুয়াহাটির এনআইপিইআর –এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান। 
 
***
 
 
 
 
CG/SS/SFS


(Release ID: 1693066) Visitor Counter : 144