কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কোভিড-১৯ শ্বাসকষ্টজনিত অসুস্থতা এবং পালমোনারি মেডিসিনের সর্বশেষ অগ্রগতির প্রতি শিক্ষার আগ্রহকে পুনরুদ্ধার করেছে: ডা: জিতেন্দ্র সিং

Posted On: 27 JAN 2021 6:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জানুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় মন্ত্রী ডা: জিতেন্দ্র সিং, যিনি পেশায় একজন চিকিৎসক আজ জানিয়েছেন যে কোভিড  অতিমারি সারা বিশ্বে বিভিন্ন স্তরে নানান রকম প্রভাব ফেলেছে। শ্বাসকষ্টজনিত অসুস্থতা এবং পালমোনারি মেডিসিন এর সর্বশেষ অগ্রগতি প্রতি আগ্রহকে পুনরুদ্ধার করেছে।
 
ন্যাশনাল কলেজ অফ চেস্ট ফিজিশিয়ানস এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির যৌথভাবে আয়োজিত ৫ দিনের  সর্বভারতীয় সম্মেলন 'ন্যাপকন'- এর উদ্বোধন করে ডা: জিতেন্দ্র সিং বলেন, এমন একটি সময়ে এই সম্মেলনটি হচ্ছে যখন সারাবিশ্ব একটা অতিমারি পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। তিনি বলেন, ১৩০ কোটি জনসংখ্যার ভারত কোভিডের বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম টিকা দেওয়ার কর্মসূচি সফল ভাবে কার্যকর করেছে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1692817) Visitor Counter : 115