স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী পর্ষদের ১৪৮তম অধিবেশনে পৌরহিত্য করলেন ডাঃ হর্ষবর্ধন

Posted On: 27 JAN 2021 11:00AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২১

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ১৪৮তম কার্যনির্বাহী পর্ষদের অধিবেশনে পৌরহিত্য করেন। অধিবেশনের সমাপ্তিসূচক ভাষণে ডাঃ হর্ষবর্ধন বলেন, বিশ্বের একাধিক প্রান্তে নির্দিষ্ট সময়সীমা-ভিত্তিক এলাকায় ভার্চ্যুয়াল পদ্ধতিতে সংগঠনের বৃহত্তর এজেন্ডাগুলি গ্রহণের জন্য সদস্য দেশগুলিকে ধন্যবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণ মানুষের জীবনে লক্ষ্যণীয় অবদান রাখার ক্ষেত্রে সর্বদাই যুক্ত থেকেছে। এজন্য বহু দেশ সংস্থার প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছে। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সদস্য দেশগুলি যে নীতি-কাঠামো প্রণয়নে সম্মত হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই নীতি রূপায়ণের ক্ষেত্রেও লক্ষ্যণীয় অগ্রগতি হচ্ছে। সমাজের সবচেয়ে দুর্দশাগ্রস্ত ও অসুরক্ষিত মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে এই প্রতিষ্ঠানের সামগ্রিক কাজকর্মে আরও সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। সকলের জন্য সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে আমাদেরকে এক নতুন দৃঢ় সংকল্প নিয়ে একযোগে কাজ করতে হবে। আগামী দু’দশকে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ আসতে চলেছে। এই প্রেক্ষিতে সকলের এক অভিন্ন দায়িত্ব রয়েছে।

কোভিড-১৯ প্রসঙ্গে ডাঃ হর্ষবর্ধন বলেন, যখন থেকে এই ভাইরাস সংক্রমণকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছে, তখন থেকেই আমরা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরন্তর লড়াই চালিয়ে এসেছি। এখন আমরা এই মহামারী দমনের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। মহামারীর সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক-ভিত্তিতে পরস্পরের প্রতি সমবেদনা জানানোর ক্ষেত্রে সকল সদস্য দেশগুলির প্রতি আমরা কৃতজ্ঞ।

মহামারীর সময় যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের শ্রদ্ধা ও সম্মান জানানোর উপযুক্ত সময় উপস্থিত হয়েছে। এমনকি, যাঁরা এখনও এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নিঃস্বার্থভাবে নিরন্তর নিয়োজিত রয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই।

ডাঃ হর্ষবর্ধন সদ্য সমাপ্ত ২০২০-কে বিজ্ঞানের বর্ষ হিসাবে উল্লেখ করে বলেন, কোভিড-১৯ মহামারীর সময় সমগ্র বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নজির প্রত্যক্ষ করেছে। এই সময়ে সারা বিশ্ব জুড়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের যে অদৃশ্য দাবি উঠেছিল, তা বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পূরণ করা গেছে। ২০২০-কে যদি কোভিড টিকা উদ্ভাবনের জন্য গণ্য করা যায়, তা হলে ২০২১ আমাদের কাছে এই টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের বছর হয়ে উঠতে চলেছে। আর এখানেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় দায়িত্ব রয়েছে।

কোভিড-১৯ মোকাবিলায় সদস্য দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরবচ্ছিন্ন প্রয়াস ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট অ্যান্ড অ্যাডভাইজারি কমিটি প্রশংসা করেছে। বাইডেন-হ্যারিস প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী পর্ষদে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মুখ্য চিকিৎসা উপদেষ্টা ডাঃ অ্যান্টনি ফাউচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসাবে কাজ করে যাবে এবং সমস্ত আর্থিক দায়দায়িত্বও পালন করবে। সেই সঙ্গে, প্রয়োজনীয় কারিগরি সহযোগিতাও যোগাবে। ডাঃ হর্ষবর্ধন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার জন্য সেদেশকে ধন্যবাদ জানান।

 ***

 

CG/BD/SB



(Release ID: 1692664) Visitor Counter : 189