অর্থমন্ত্রক
সাধারণতন্ত্র দিবস, ২০২১ উপলক্ষে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ (সিবিআইসি) কর্মকর্তাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রদান
Posted On:
26 JAN 2021 4:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ জানুয়ারি, ২০২১
প্রতিবছর কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদের কর্মকর্তাদের 'জীবনের ঝুঁকি নিয়ে ব্যতিক্রমী মেধাবী সেবা'-র জন্য রাষ্ট্রপতি পুরস্কার হিসেবে পদক ও শংসাপত্র দেওয়া হয়। এর পাশাপাশি পর্ষদের কর্মীদের দায়িত্ব পালনের জন্য দক্ষতা অর্জন ও তা বজায় রাখার বিষয়ে পদক ও শংসাপত্র দেওয়া হয়। এই পুরস্কার গুলি সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়।
এবছর, প্রথম বিষয়টির ওপর দুজন এবং দ্বিতীয় বিষয়টির ওপর ২২ জন আধিকারিককে এই পুরস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
এক্সেপশনালি মেরিটোরিয়াস সার্ভিস অ্যাট রিস্ক টু লাইফ ক্যাটাগরিতে যারা পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন-
১) শ্রী বিপিন পাল। দিল্লি জোনাল ইউনিট।
২) শ্রী অ্যালবার্ট জর্জ। কোচিন জোনাল ইউনিট।
স্পেশালি ডিস্টিঙ্গুইশড রেকর্ড অফ সার্ভিস পর্যায়ে যারা পুরস্কৃত হয়েছেন-
১) সি ই এস থিরুনাভুককরাসু। চেন্নাই।
২) শ্রী অমিতেশ ভরত সিং। বেঙ্গালুরু।
৩) শ্রী ভেনুগোপালন নায়ার। চেন্নাই।
৪) শ্রী দিব্যেন্দু দাস। নতুন দিল্লি।
৫) শ্রী বিজয় সিং প্রতাপ সিং বিহলা। গান্ধীধাম।
৬) শ্রী হিমাংশু শেখর শাহ। ভুবনেশ্বর।
৭) শ্রী রাজিব রঞ্জন কুমার। নতুন দিল্লি।
৮) শ্রী মোহানন মালত ভালাপ্পিল। কোচিন।
৯) শ্রীশুভ্র কান্ত প্রধান। হায়দ্রাবাদ।
১০) শ্রী শ্রুদ অবিনাশ রাবদে। মুম্বাই।
১১) শ্রী রমাকান্ত যসবন্ত মোর। মুম্বাই।
১২) শ্রী পি কান্নাবিরান। কোয়েম্বাটুর।
১৩) শ্রী লক্ষী কান্তন। কোয়েম্বাটুর।
১৪) শ্রী এস বিজয় কুমার। চেন্নাই।
১৫) শ্রী অর্ঘ্য ভট্টাচার্য। কলকাতা।
১৬) শ্রী এমকে মাদিভানান। চেন্নাই।
১৭) শ্রী মহেশ কুমার। বেঙ্গালুরু।
১৮) শ্রীমতি অনিতা যাদব। পুনে।
১৯) শ্রী অজিত সুরেশ লিমায়ে। পুনে।
২০) শ্রী প্রসন্ন ভিএস জয়েস। বেঙ্গালুরু।
২১) শ্রী মদন দাস। কলকাতা।
২২) শ্রী রাজপাল সিং। নতুন দিল্লি।
***
CG/SB
(Release ID: 1692554)
Visitor Counter : 229