বিদ্যুৎমন্ত্রক
দ্বীপভূমিতে দূষণ কমাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেছেন
Posted On:
26 JAN 2021 4:58PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৬শে জানুয়ারি, ২০২১
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ডি কে যোশী বৈদ্যুতিক বাস চলাচলের যাত্রার সূচনা করেছেন। এই প্রকল্পে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন লিমিটেড) চল্লিশটি বৈদ্যুতিক বাস দিয়েছে। কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের এনটিপিসি লিমিটেডের ১০০% অধীনস্থ সংস্থা এনভিভিএন লিমিটেড।
কেন্দ্রশাসিত এই দ্বীপভূমিতে বৈদ্যুতিক বাস চালু হবার ফলে কার্বন নিঃসরণ কমবে এবং জনপরিবহনের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আসবে।
এই প্রকল্প ছাড়াও এনভিভিএন বেঙ্গালুরুতে স্মার্ট সিটি প্রকল্পে ৯০টি বাস সরবরাহ করবে। এই বাসগুলি নাম্মা মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে।
যানবাহনের থেকে কার্বন নিঃসরণের সমস্যা মেটাতে এনভিভিএন তৈরি করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে দেশের নানা শহরে এই সংস্থা চার্জিং-এর পরিকাঠামো গড়ে তুলছে।
***
CG/CB
(Release ID: 1692540)
Visitor Counter : 228