প্রতিরক্ষামন্ত্রক
আন্দামান ও নিকোবর কমান্ডের সাধারণতন্ত্র দিবস উদযাপন
Posted On:
26 JAN 2021 4:36PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৬শে জানুয়ারি, ২০২১
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে নেতাজী স্টেডিয়ামে ২৬শে জানুয়ারি ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আন্দামান ও নিকোবর কমান্ড একটি আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করেছে। আন্দামান ও নিকোবরের উপরাজ্যপাল অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ডিকে যোশী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় নৌবাহিনীর লেফট্যানান্ট কমান্ডার আর মণিকান্দনের নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং আন্দামান ও নিকোবর পুলিশ কুচকাওয়াজে অংশ নেয়।
প্রত্যেক দলে একজন অফিসার, একজন জুনিয়ার কমিশনড অফিসার সহ ১৫জন ছিলেন। ভারতীয় বিমান বাহিনীর এমআই -১৭ হেলিকপ্টার, নৌবাহিনীর ডরনিয়ার এয়ারক্রাফট কুচকাওয়াজে অংশ নিয়েছিল। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে আন্দামান ও নিকোবর কমান্ডের সব বাহিনীর মধ্যে সমন্বয় ও একসঙ্গে কাজ করার সংস্কৃতি প্রতিফলিত হয়েছে।
সব সরকারী নির্দেশিকা ও কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে অনুষ্ঠানটি করা হয়েছে।
***
CG/CB
(Release ID: 1692539)
Visitor Counter : 201