বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কেন্দ্র-রাজ্যের মধ্যে সহযোগিতা দৃঢ় করার মাধ্যমে রাজ্যস্তরে গবেষকদের উন্নয়ন ঘটানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন
प्रविष्टि तिथि:
22 JAN 2021 11:00AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২২ জানুয়ারি, ২০২১
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নীতি (এসটিআইপি)র পঞ্চম জাতীয় আলোচনা চক্রে বিশেষজ্ঞরা কেন্দ্র-রাজ্য সহযোগিতা দৃঢ় করার উপর গুরুত্ব দিয়েছেন। এছাড়াও গবেষকদের মধ্যে রাজ্যস্তরে যোগাযোগ বৃদ্ধি এবং জাতীয় স্তরে পরিচিতির জন্য অনগ্রসর এলাকায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসটিআইপি সচিবালয়ের প্রধান ডঃ অখিলেশ গুপ্ত জানিয়েছেন, এই নীতির খসড়া তৈরি হওয়ার পর সরকারি প্রতিনিধিরা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা জগত এবং শিল্প জগতের প্রতিনিধিরা আজকের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। নীতির খসড়া তৈরির ক্ষেত্রে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সাহায্য করেছে। দেশ-বিদেশের ৪৩ হাজারেরও বেশি বিশেষজ্ঞের সঙ্গে ৩০০ দফা আলোচনা চালানো হয়েছে। এসটিআইপি ২০২০র ৩১ ডিসেম্বর সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। তারপর এর খসড়াটি নিয়ে দু সপ্তাহ ধরে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার মাধ্যমে বিভিন্ন পরামর্শ ও মতামত পাওয়া যাচ্ছে। আজকের অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজ কুমার। তিনি স্থানীয় জনসাধারণের চাহিদাগুলি বিবেচনা করার জন্য গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিল্প জগতের গবেষণা ও উন্নয়ন শাখার সম্পৃক্ত হওয়ার ওপর জোর দিয়েছেন। এসটিআইপি-র সচিবালয় এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের নীতি নিয়ে গবেষণা শাখায় বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন নীতির খসড়ার বিষয়ে সর্বসাধারণের কাছ থেকে ৩১শে জানুয়ারির মধ্যে পরামর্শের আহ্বান জানানো হয়েছে। এই পরামর্শ পাঠানোর ই-মেল হল india-stip[at]gov[dot]in
***
CG/CB /NS
(रिलीज़ आईडी: 1691343)
आगंतुक पटल : 134