বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
উদ্ভাবন এবং প্রকাশনা উভয় ক্ষেত্রেই ভারতের অবস্থান সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে
Posted On:
22 JAN 2021 10:59AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ জানুয়ারি, ২০২১
বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের অগ্রগতি ও শ্রেষ্ঠত্ব এখন একটি উদ্ভাবনী অর্থনীতি হিসেবে তার উজ্জ্বলতার স্বীকৃতির সাথে মিলিত হয়েছে।
ইতিমধ্যেই ভারত প্রকাশনার ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে। দেশ এখন গ্লোবাল ইনোভেশন সূচক, জি আই আই অনুযায়ী বিশ্বব্যাপী শীর্ষ ৫০ টি উদ্ভাবনী অর্থনীতির মধ্যেও স্থান পেয়েছে। সুতরাং তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায় এগিয়ে রয়েছে।
উদ্যমী-ভারত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী বৈজ্ঞানিক কার্যক্রম ও পরিকাঠামোগত বিকাশ এবং লোকবল বৃদ্ধির পাশাপাশি সম্পূর্ণ ব্যবস্থাকে উৎসাহিত করার মাধ্যমে বৈজ্ঞানিক উৎকর্ষতা উদ্ভাবনের এই সংমিশ্রণ সম্ভব হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা বলেছেন, পঞ্চম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী নীতি আমাদের জ্ঞান ও উদ্ভাবনের মধ্যে মিশ্রণ ঘটিয়ে তা রূপান্তর ঘটাতে আরও কার্যকর করে তুলেছে।
ভারতে জাতীয় বিনিয়োগের পরিমাণ ২০১৭-১৮ তে ছিল ১,১৩,৮২৫.০৩ কোটি টাকা। তা ২০১৮-১৯-এ বেড়ে হয়েছে ১,২৩,৮৪৭.৭১ কোটি টাকা। একই সময় নিধি-র রূপায়নের ফলে ৩৬৮১ টি শিল্পোদ্যোগ সম্ভব হয়েছে।
গত পাঁচ বছরে প্রত্যক্ষভাবে ৬৫,৮৬৪ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছিল। আর্থিক ধনের পরিমাণ ছিল ২৭, ২৬২ কোটি টাকা।
বিগত লশ বছরে প্রকাশনার সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত সারাবিশ্বে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তৃতীয় স্থানে রয়েছে। ২০১৮ সালে ১৩৫,৭৮৮ টি বিজ্ঞান ভিত্তিক প্রকাশনা হয়েছিল। ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় গবেষকের সংখ্যা ২০১৭-তে ছিল ২৫৫। এই সংখ্যাটি ২০১৫-তে ছিল ২১৮।
বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রটি প্রশস্তকরণের জন্য দেশে ৯৯৩ টি বিশ্ববিদ্যালয় এবং ডিমড বিশ্ববিদ্যালয়, ১২৭টি জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র এবং এর পাশাপাশি ৩৯,৯৩১ টি কলেজ রয়েছে। উচ্চ শিক্ষার বিস্তারের জন্য বিভিন্ন পর্যায়ে অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে।
***
CG/ SB
(Release ID: 1691289)
Visitor Counter : 202