বিদ্যুৎমন্ত্রক
হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য রাজ্য সরকার পাওয়ার গ্রিডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে
Posted On:
20 JAN 2021 3:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২১
পার্বত্য অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থাপনার উন্নতিসাধনে হিমাচল প্রদেশ রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ার গ্রিড) – এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সিমলায় ৫০০ কিলোমিটার দীর্ঘ অপ্টিকাল গ্রাউন্ড ওয়্যার টেলিকম নেটওয়ার্ক এবং হিমাচল প্রদেশ রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেডের অতিরিক্ত হাই ভোল্টেজ লাইনে সংযোগ ক্ষেত্রে গতি আনতে ৩৫০ কিলোমিটার দীর্ঘ অপ্টিকাল গ্রাউন্ড ওয়্যার টেলিকম নেটওয়ার্কের কাজে বিশেষ সাহায্য করবে এই চুক্তি। হিমাচল প্রদেশের কাঙরা, উনা, মান্ডি, কুলু, বিলাসপুর, সুন্দরনগর, পালমপুর, নাহান সহ একাধিক প্রান্তিক অঞ্চলে মোট ৮৫০ কিলোমিটার দীর্ঘ টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থাপনা পৌঁছে দিতে বিশেষ সাহায্য করবে পাওয়ার গ্রিড।
খারাপ আবহাওয়া, ভূমিধ্বসের কারণে একাধিক সময়ে এই রাজ্যে টেলিযোগাযোগ নেটওয়ার্ক নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় টেলিযোগাযোগ ব্যবস্থাপনা গড়ে উঠবে। একইসঙ্গে, অপ্টিকাল গ্রাউন্ড ওয়্যার টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
***
CG/SS/SB
(Release ID: 1690615)
Visitor Counter : 200