বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বর্ষ শেষ পর্যালোচনা - ২০২০ : সিএসআইআর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক

Posted On: 18 JAN 2021 9:52AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ই জানুয়ারী, ২০২১

গুরুত্বপূর্ণ অংশঃ

গাজিয়াবাদে এনডিআরএফ –এর অষ্টম ব্যাটেলিয়ন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. হর্ষ বর্ধন, একটি অত্যাধুনিক, টেকসই, বহনযোগ্য, দ্রুত স্থাপন করা যায় এমন, সুরক্ষিত, সব রকমের আবহাওয়ার উপযোগী ১০ শয্যার মেকশিফট হাসপাতালের উদ্বোধন করলেন।

চেন্নাইতে চতুর্থ ব্যাটেলিয়ন কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী ড. হর্ষ বর্ধন ১০ শয্যার একটি মেকশিফট হাসপাতাল এবং আইসোলেশন কেন্দ্রের উদ্বোধন করলেন।

কৃষি বর্জ্য ব্যবহার করে বায়োডিগ্রেডেবল থালির জন্য একটি কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের জন্য মারিকার গ্রীন আর্থ প্রাইভেড লিমিটেডের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হল।

রুপোর ন্যানোওয়ার তৈরির জন্য নিয়মিত সরবরাহের জন্য একটি পাইলট কারখানার উদ্বোধন হল।

৩ডি মুদ্রিত নির্দিষ্ট রোগী ভিত্তিক মেডিকেল আন্তযন্ত্র তৈরি করেছে সিএসআইআর এবং সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস অর্গানাইজেশন। এই প্রযুক্তি সম্প্রতি শিল্প ক্ষেত্রকে দেওয়া হয়েছে বাণিজ্যিক উৎপাদনের জন্য।

কাঁচ নির্মিত মাইক্রোচুল্লির জন্য লাইসেন্স দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কোভিড – ১৯ প্রশমিত করার প্রযুক্তি সংক্রান্ত সিএসআইআর –এর নির্দেশাবলী প্রকাশ করেছেন ড. হর্ষ বর্ধন।

কোভিড – ১৯ রোগের ওষুধ আবিষ্কারের জন্য সিএসআইআর এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) একটি হ্যাকাথনের সূচনা করেছে।

গণপরিবহণের জন্য একটি নীতি – নির্দেশিকা তৈরি করেছে সিএসআইআর।

রিউমাটয়েড আর্থারাইটিসের বিরুদ্ধে কার্যকরী লড়াইয়ের জন্য পেপটাইড আবিষ্কার করেছে সিএসআইআর – সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট।

কোভিড – ১৯ পোর্টালে ক্রিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছে সিএসআইআর। এই ওয়েবসাইটে ওষুধ, রোগ নির্ণয়, ট্রায়ালে যন্ত্র এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য জানানো হয়।

'প্রবাসী ভারতীয় অ্যাকাডেমিক অ্যান্ড সায়েন্টিফিক সম্পর্ক' (টিআরএবিএইচএএসএস) পোর্টালের সূচনা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ভান্ডার গড়ে তোলার জন্য।

সিএসআইআর – সিএমইআরআই তৈরি করেছে পুরসভার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা।

ডিএমই ইন্ধনযুক্ত “অদিতি উর্যা সঞ্চ” ইউনিটের সূচনা হয়েছে। এই সঙ্গে ডিএমই – এলপিজি মিশ্রিত জ্বালানি সিলিন্ডারের সূচনা হয়েছে এবং তা তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের হাতে। দেওয়া হয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি ক্যান্টিনে পরীক্ষামূলক ব্যবহারের জন্য।

সিএসআইআর, ২০২০র ২৬শে সেপ্টেম্বর ৮৯তম প্রতিষ্ঠা দিবস পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হর্ষ বর্ধন। এই উপলক্ষ্যে অভ্র ল্যাবরেটরি ঘোষণা করে তারা সিএসআইআর –এর তিনটি গবেষণা চেয়ার স্থাপন করবে।

সিএসআইআর এবং মাইনাল ল্যাবরেটরিজ লিমিটেড অংশীদারিত্বের ঘোষণা করেছে কোভিড – ১৯ ব্যবস্থাপনার জন্য আগাম চিকিৎসার উপায়ে চিহ্নিত করতে।

সিএসআইআর – সিএমইআরআই, তাদের হাই ফ্লো রেট ফ্লরাইড অ্যান্ড আয়রন রিমুভাল প্রযুক্তি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের হাওড়ার ক্যাপিক্যান্স অ্যাকোয়া প্রাইভেট লিমিটেডকে।

চেন্নাইয়ের সিএসআইআর – এসইআরসি দেশজ পদ্ধতিতে বিদ্যুৎ লাইনের জন্য জরুরি বিদ্যুৎ পরিবহণ চালু করার পদ্ধতি তৈরি করেছে।

এনসিএল পুণেতে পাইটোরিড টেকনোলজি সিইউএজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ড. হর্ষ বর্ধন এটির উদ্বোধন করে বলেন যে, নিকাশি জল শোধন করা জরুরি আগামী দিনে সম্ভব্য জলাভাবের জন্য।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেসটিভ্যাল ২০২০, ৫টি গিনেস রেকর্ড করেছে। ১ লক্ষ ৩০ হাজারের বেশি ব্যক্তি এতে অংশ নিয়েছেন।

উত্তর – পশ্চিম ভারতে খরা প্রবণ অঞ্চলে হাইরেজোলিউশন অ্যাকুইফার ম্যাপিং এবং ব্যবস্থাপনার জন্য সিজিডব্লুবি এবং সিএসআইআর – এনজিআরআই –এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের উপস্থিতি নির্ণয় করতে মানুষের থেকে পাওয়া নমুনা পরীক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত সিএসআইআর। সারা দেশে সিএসআইআর –এর ১৩টি ল্যাব এই পরীক্ষা করছে। মার্চ - ডিসেম্বর পর্যন্ত ৭ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতের স্ট্রেনের অনুসন্ধান করতে সিএসআইআর –এর গবেষণাগারগুলি সার্স – ২ সিকুয়েন্স করছে। তারা দেখছে এটি কোনো জিনগত পরিবর্তন করে দেশে ছড়াচ্ছে কি না।

সার্স – ২ এ সেরোলজিক্যাল নজরদারি করাও হচ্ছে। সিএসআইআর – আইজিআইবি, এই অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছে, ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

“ভারতীয় নির্দেশক দ্রব্য" প্রকাশিত হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত কর্মসূচির অধীনে ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি সঠিক এবং নিখুঁত কি না, তা নিশ্চিত করবে এই নির্দেশক।”

খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত যৌথ গবেষণা এবং তথ্য বিনিময়ের জন্য সিএসআইআর এবং এসএসএফএআই –এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। দুই সংস্থাকে ধন্যবাদ জানিয়ে ড. হর্ষবর্ধন বলেছেন, এই সমঝোতার কারণে খাদ্য, নিরাপত্তা এবং পুষ্টি গবেষণার ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা যাবে এবং কোন প্রযুক্তি নেওয়া হবে তা ঠিক করা যাবে।

ড্রাই সোয়াব – ডাইরেক্ট আরটিপিসিআর –এর সরল এবং দ্রুত পদ্ধতি তৈরি করেছে হায়দ্রাবাদের সিসিএমবি।

সিএসআইআর, কোভিড – ১৯ এর জন্য ফেলুদা টেস্টের ব্যবস্থা করেছে।

কোভিড – ১৯ রোগীদের চিকিৎসায় থ্যাভিপিরাভির সুলভ প্রক্রিয়া প্রস্তুত করেছে সিএসআইআর – আইআইসিটি।

কোভিড – ১৯ এর জন্য সেসপিভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল করছে সিএসআইআর – ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস।

সিএসআইআর এবং আয়ুষ মন্ত্রক, যৌথভাবে কোভিড – ১৯ এর জন্য আয়ুর্বেদিক ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করছে।

সিএসআইআর – এনএএল, কম খরচের দেশজ পদ্ধতিতে “স্বস্থ বায়ু” নামে একটি বাইপ্যাপ তৈরি করেছে ৩৬ দিনের মধ্যে।

ইলেক্ট্রোস্ট্যাটিক ডিসইনফেকশন ইউনিটের নক্সা তৈরি এবং প্রস্তুত করেছে সিএসআইআর – সিএসআইও। প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে ভেল, রাইড ওয়াটার, জোৎস্না কর্পোরেশন এবং দশমেস ইন্ড্রাস্ট্রিসকে। প্রায় ২০০টি এই যন্ত্র তৈরি হয়েছে।

সিএসআইআর –এনসিএল তৈরি করেছে এনপি সোয়াব। যা ব্যবহার করা যায় কোভিড – ১৯এর নমুনা সংগ্রহের জন্য।

সিএসআইআর –এনএএল, এমএএস ক্লোদিং প্রাইভেট লিমিডেটের সঙ্গে যৌথ উদ্যোগে পিপিই, তাপ নিরোধক টেপ এবং পিপি দ্রব্য তৈরি করেছে।

কোভিড – ১৯ এবং আগামী দিনের সম্ভাব্য কোনো জাতীয় অতিমারীর মোকাবিলায় 'আরোগ্য পথ ' নামে জাতীয় স্বাস্থ্য পরিষেবা সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করা হয়েছে।

সিএসআইআর – সিআরআরআই, কিষাণ সভা অ্যাপ তৈরি করেছে, কৃষকদের সরবরাহ শৃঙ্খল, পরিবহণ ব্যবস্থা পদ্ধতির সঙ্গে যুক্ত করতে। এই অ্যাপ, বহুল ব্যবহার করা হচ্ছে। এপর্যন্ত ৬০,০০০ ডাউনলোড করা হয়েছে।

ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল, ডিজিসিআই –এর অনুমোদন পেয়েছে।

ভারতে ন্যানো ভিত্তিক কৃষি উপাদান এবং খাদ্য দ্রব্যের মূল্যায়নের জন্য নীতি – নির্দেশিকা তৈরি করেছে সিএসআইআর – আইআইটিআর।

সিএসআইআর – কেপিআইটি টেকনোলজি লিমিটেড সাফল্যের সঙ্গে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি পরীক্ষামূলকভাবে চালালো। পুণের সিএসআইআর – এনলিএল –এ এই পরীক্ষামূলক চালনা হয়।

এইচএসসি প্রযুক্তিতে হাইড্রোজন এবং বাতাস প্রাপ্ত অক্সিজেনের রাসায়নিক প্রতিক্রিয়া ঘটানো হয় বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে এবং জৈব জ্বালানি পরিহার করতে। এছাড়া এই প্রযুক্তিতে শুধুমাত্র জল নিঃসরণ হয়। ক্ষতিকারক গ্রীন হাউস গ্যাসগুলি বেরোয় না।

সুরক্ষিত বায়োমেট্রিক ভিত্তিক এক্সপ্লোডার তৈরি করা হয়েছে, ফলে এটা তারাই ব্যবহার করতে পারবেন, যাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত আছে। অতএব চুরি যাওয়ার বা অপব্যবহারের ভয় নেই।

জৈব গ্যাস এবং জৈব সার উৎপাদনের জন্য অ্যানারোবিক গ্যাস লিফট রিয়েক্টার তৈরি করেছে সিএসআইআর – আইআইসিটি।

বিশ্বের বৃহত্তম সৌরবৃক্ষ তৈরি হয়েছে। দুর্গাপুরে সিএসআইআর – সিএমইআরআই আবাসন কলোনিতে বসানো হয়েছে এটি।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমান বন্দরে বসানো হয়েছে, ভারতে তৈরি আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা উড়ানের জন্য।

ক্যান্সার আক্রান্ত রোগীদের বাইরে থেকে তেজষ্ক্রিয় চিকিৎসার জন্য মেডিলাইন্যাকের ব্যবহার করা হয়, যার একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ম্যাগনেট্রন। সিএসআইআর – সিইইআরআই, সম্প্রতি তৈরি করেছে, ২.৬ মেগাওয়াটের এস ব্যান্ডের ম্যাগনেট্রন। সাফল্যের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। ব্যবহার করা হয়েছে মাইক্রোওয়েভ উৎস হিসেবে।

প্রথম “জিও কেমিক্যাল বেসলাইন অ্যাটলাস অফ ইন্ডিয়া ” কর্মসূচি নেওয়া হয়েছে উপরের মাটি এবং নিচের মাটির অক্সাইড এবং ২২টি উপাদানের জিও ক্যামিক্যাল ম্যাপ তৈরির জন্য। যে কাজে প্রধান দায়িত্ব অর্পিত হয়েছে, সিএসআইআর – এনজিআরআই –এর ওপর। হিমালয় অঞ্চলে হিং উৎপাদন শুরু হয়েছে। যেখানে কৃষকদের সাহায্য করছেন পালমপুরে সিএসআইআর – আইএইচবিটির বিজ্ঞানীরা।

২০২০র অগাস্টে সিএসআইআর – সিএফটিআরআই “ফুড বিজনেস অ্যাক্সিলারেটর” –এর উদ্বোধন করে। ক্যাম্পাসে অবস্থিত স্টার্টআপ উদ্ভাবনী ব্যবস্থাকে শক্তিশালী করতে।

বেঙ্গালুরুর সিএসআইআর – এনএএল –এ এনআরডিসি এবং এফআইএসি, ফাউন্ডেশন ফর এরোস্পেস ইনোভেশন, রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এসএআইআরই) স্থাপন করেছে।

আগামী প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণের সমাধানে সিএসআইআর, ইনোভেশন সেন্টারের সূচনা হয়েছে। এটি রূপায়িত হচ্ছে সিএসআইআর – সিইসিআরআই –এর চেন্নাই কেন্দ্রে। সিইসিআরআই অত্যাধুনিক ব্যাটারি যেমন লিথিয়াম -আয়ন, সোডিয়াম -আয়ন, লিথিয়াম- সালফার এবং মেটাল -এয়ার ব্যাটারি প্রযুক্তি নিয়ে গবেষণা করে।

***

 

 

CG/AP/SFS



(Release ID: 1690210) Visitor Counter : 195