কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র প্রসাদের সঙ্গে বিভিন্ন বিভাগের চাকুরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন

Posted On: 18 JAN 2021 5:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জানুয়ারি, ২০২১
 
ভারতীয় মজদুর সংঘের এক জাতীয় প্রতিনিধি দল আজ উত্তর- পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং পিএমও পার্সোনেল, জনঅভিযোগ  ও পেনশন সংক্রান্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলটি বিভিন্ন বিভাগের চাকুরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
 
প্রতিনিধি দলের মধ্যে ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শাখা যেমন ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ, সরকারি কর্মচারী রাষ্ট্রীয় পরিসংঘ, অ্যাসোসিয়েশন অফ সিভিলিয়ানস ক্লাস ওয়ান গ্রুপ অফিসার্স, গ্রুপ-বি অফিসার্স অ্যাসোসিয়েশন অফ সার্ভে অফ ইন্ডিয়া প্রমূখ ছিল।
 
প্রতিনিধিদলের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংকে তাঁর সদর্থক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানান। সরকারি কর্মচারীদের সুবিধা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার মূলক কাজের জন্য তাঁরা সরকারের ভূয়শী প্রশংসা করেন।
 
প্রতিনিধিদলের সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৎ এবং কর্মক্ষম আধিকারিকদের উৎসাহ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি আরো বলেন যে সততা এবং কর্মক্ষমতাকে সবকিছুর চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়।
 
তিনি বলেন, সংস্কারের জন্য "মিশন কর্মযোগী" ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। কর্মচারীদের পদোন্নতি থেকে শুরু করে শূন্য পদ পূরণ সহ চাকুরি সংক্রান্ত নানান বিষয়ে এদিন প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা হয়।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1689852) Visitor Counter : 142