স্বরাষ্ট্র মন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুরাট মেট্রোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আমেদাবাদ মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা করায় এই দিনটি দুটি শহরের জন্যই খুব তাৎপর্যপূর্ণ

Posted On: 18 JAN 2021 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জানুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুরাট মেট্রোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আমেদাবাদ মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা করায় এই দিনটি দুটি শহরের জন্যই খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুটি প্রকল্পের সূচনা করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ।
 
শ্রী শাহ তাঁর ভাষণে বলেন, গুজরাটের পরিকাঠামোগত উন্নয়নে এই দুটি প্রকল্প আরও সহায়ক হবে। তিনি বলেন, শ্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি ওই রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছিলেন। এটি খুবই আনন্দের বিষয় যে, শ্রী মোদী আবার যখন প্রধানমন্ত্রী হলেন তার হাতেই উচ্চাভিলাষী এই প্রকল্প দুটি বাস্তবায়িত হতে চলেছে। এ দুটি প্রকল্প আমেদাবাদ এবং সুরাট শহরের মানুষের জন্য উপহার স্বরূপ বলে তিনি মন্তব্য করেন।
 
শ্রী অমিত শাহ বলেন, একটি রাজ্যের সার্বিক উন্নয়ন কিভাবে করা সম্ভব তা শ্রী নরেন্দ্র মোদী দেশের কাছে একটি উদাহরণ স্বরূপ। তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন। দেশের সার্বিক উন্নয়ন তা পূর্ব অথবা পশ্চিম হোক কিংবা উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল হোক অথবা পূর্ব-পশ্চিম অংশের হোক সব ক্ষেত্রেই তিনি সচেষ্ট হয়েছেন। সারা দেশ জুড়েই তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করছেন। এই সাড়ে ছয় বছরের মধ্যে রেল ব্যবস্থা ব্যাপক পরিবর্তন এসেছে। পূর্বে সারাদেশে কেবল মাত্র পাঁচটি শহরে মেট্রোরেলের আড়াইশো কিলোমিটার রেল পথ ছিল। বর্তমানে তা বেড়ে ১৮ টি শহরে ৭০২ কিলোমিটার হয়েছে।
 
গুজরাটে সফলভাবে বিআরটিসি চালু করার কৃতিত্ব সম্পূর্ণ নরেন্দ্র মোদীর বলে তিনি মন্তব্য করেন।
***
 
 
CG/SB


(Release ID: 1689819) Visitor Counter : 95