পর্যটনমন্ত্রক

ট্রেনে করে বৌদ্ধ সার্কিটগুলি পরিদর্শন সংক্রান্ত পর্যটন মন্ত্রকের দেখো আপনা দেশ ওয়েবিনার

Posted On: 17 JAN 2021 1:22PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ জানুয়ারি, ২০২১
 
পর্যটন মন্ত্রক দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের অঙ্গ হিসেবে শনিবার বৌদ্ধ সার্কিটগুলি ট্রেনে করে ঘুরে দেখা সম্পর্কিত এক বিশেষ ওয়েবিনার আয়োজন করে। এই ওয়েবিনারে ভারতে সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যগুলির প্রসার ও প্রচারে গুরুত্ব দেওয়া হয়। ভগবান বুদ্ধ ব্যক্তিগতভাবে যে সমস্ত স্থান পরিভ্রমণে গিয়েছিলেন সেইগুলির কথাও ওয়েবিনারে তুলে করা হয়। আধুনিক বৌদ্ধ মঠ সহ ভগবান বুদ্ধের আদর্শ ও বানী বৌদ্ধ পরম্পরাগুলির সঙ্গে কিভাবে প্রতিফলিত হয়েছে তা ওয়েবিনারে বিশেষ গুরুত্ব পায়। এছাড়াও ওয়েবিনারে দর্শক শ্রোতাদের জন্য ভারতে বৌদ্ধ নিদর্শনগুলি ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে ট্রেনে কিভাবে পৌঁছনো সম্ভব সে সম্পর্কে তথ্য দেওয়া হয়। 
 
মন্ত্রকের উপমহানির্দেশক শ্রী অরুণ শ্রীবাস্তব এই ওয়েবিনারের সূচনা করেন। তিনি বলেন, ভারতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ও অন্যান্য নিদর্শনগুলির পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভারত – ভগবান বুদ্ধের ভূমি এই মন্ত্রকে সামনে রেখে সারা বিশ্ব থেকে প্রায় ৫০ কোটি পর্যটন আকৃষ্ট করা সম্ভব। শ্রী শ্রীবাস্তব জানান, ভারতে বৌদ্ধ পরম্পরার সঙ্গে যুক্ত একাধিক সমৃদ্ধশালী প্রাচীন স্থান ও নিদর্শন রয়েছে, যেগুলির সঙ্গে ভগবান বুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে। সারা বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বি ও অনুরাগীদের কাছে ভারতীয় বৌদ্ধ ঐতিহ্যগুলি অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্র। তিনি আরও বলেন, বৌদ্ধ পরম্পরা আমাদের ঐতিহ্য ও রীতিনীতির এক আলোক দিশারী। প্রকৃত পক্ষে ভারতে বৌদ্ধ সংস্কৃতি ভারতীয় সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করেছে।
 
এই ওয়েবিনারের উপস্থাপনা করেন আইআরসিটিসি-র পর্যটন ও বিপণন সংক্রান্ত যুগ্ম জেনারেল ম্যানেজের ডঃ অচ্যুৎ সিং। তিনি জানান, বৌদ্ধ সার্কিটের সঙ্গে সংযুক্ত পর্যটক ট্রেনগুলি দেশের একাধিক বৌদ্ধ স্মৃতি বিজড়িত স্থান ও নিদর্শনকে সংযুক্ত করবে। বৌদ্ধ সার্কিট পর্যটক ট্রেনগুলি একাধিক বৌদ্ধ পরম্পরা ও ঐতিহ্যমন্ডিত স্থানকে সংযুক্ত করার পাশাপাশি পর্যটকদের এমন কিছু জায়গাও ঘুরে দেখতে সাহায্য করবে যা খুব একটা জনপ্রিয় নয়।   
 
***
 
 
 
CG/BD/SKD

(Release ID: 1689407) Visitor Counter : 166