যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
দেশের সমৃদ্ধি এবং প্রগতির জন্য যুবসম্প্রদায়কে কাজ করতে হবে : লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা
Posted On:
11 JAN 2021 5:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২১
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা জাতীয় যুব সংসদ ২০২১ – এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই সংসদের আয়োজক। লোকসভার সচিবালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু, সাংসদ শ্রীমতী রূপা গাঙ্গুলী, লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং, যুব বিষয়ক দপ্তরের সচিব শ্রীমতী ঊষা শর্মা, ক্রীড়া বিষয়ক দপ্তরের সচিব শ্রী রবি মিত্তল সহ রাজ্যস্তরে চূড়ান্ত পর্বে বাছাই হওয়া ৮৪ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। জাতীয় যুব উৎসবের অঙ্গ হিসাবে এ বছর জাতীয় যুব সংসদ উৎসব ১২-১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
শ্রী বিড়লা জানান, গত সাত দশকে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং গণতন্ত্র শক্তিশালী হয়েছে। দেশের সমৃদ্ধি ও প্রগতির জন্য ভারতীয় যুবসম্প্রদায়কে কাজ করতে হবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের উৎসাহ দেন।
এই অনুষ্ঠানে শ্রী রিজিজু বলেছেন, ভারতের গণতন্ত্রের মন্দিরে আমাদের তরুণ সম্প্রদায়ের জাতীয় যুব সংসদে অংশ নেওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি এই সুযোগ করে দেওয়ার জন্য অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। মন্ত্রী বলেছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারতের সঙ্গে সাযুজ্য রেখে যুবসম্প্রদায়ের চাহিদা পূরণে এ বছর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং প্রধানমন্ত্রীর যুব সংসদের ধারণার বিষয়টি উল্লেখ করে বলেছেন, আগামী দিনের সাংসদদের সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে এর ফলে একটি ধারণা তৈরি হবে।
***
CG/CB/SB
(Release ID: 1687986)
Visitor Counter : 139