পরিবেশওঅরণ্যমন্ত্রক

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৯ টি ধাতুর মাপদন্ড চিহ্নিতকরণের জন্য ১৪৫ টি পরিবেশগত পরীক্ষাগারে বিশ্লেষণমূলক গুণমান নির্ণয় করতে অনুশীলনের ব্যবস্থা করেছে

Posted On: 07 JAN 2021 3:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জানুয়ারি, ২০২১

 

দিল্লির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উপকরণ পরীক্ষাগার ধাতুর মাপদণ্ড চিহ্নিতকরণের জন্য রাজ্যের ১৪৫ টি পরিবেশগত পরীক্ষাগারে ৩৩-তম বিশ্লেষণমূলক গুণমান নিয়ন্ত্রণ  অনুশীলনের ব্যবস্থা করেছে। এরমধ্যে বিভিন্ন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ইপিএ নিয়ন্ত্রিত বেসরকারি পরীক্ষাগার গুলিও রয়েছে। এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো, এইসব পরীক্ষাগার গুলির মাধ্যমে বিশ্লেষণমূলক তথ্যের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নিরীক্ষণ করা। এর পাশাপাশি পরীক্ষাগার গুলির পরিকাঠামোগত এবং তথ্যের মান উন্নয়নে সহায়তা করা।
 
প্রতিটি পরীক্ষাগারের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। এই অনুশীলনের জন্য যে সমস্ত ধাতুকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, নিকেল, সিসা এবং জিংক। এগুলি জল এবং বায়ুতে মিশে কিভাবে দূষিত করছে সেটারই মূল্যায়ন করা হবে।

***

 

 

CG/SB



(Release ID: 1686893) Visitor Counter : 291