কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দিল্লিতে পাঞ্জাব সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করেছেন

Posted On: 06 JAN 2021 5:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জানুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র প্রসাদ জানিয়েছেন, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ আধিকারিকদের পদোন্নতি এবং ক্ষমতায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে অবিরাম চেষ্টা চালাচ্ছে। যাতে প্রতিটি সরকারি কর্মচারী যথাসময়ে  যথাযথ পদোন্নতির সুযোগ পান। এর পাশাপাশি সেবা প্রদানের জন্য তাঁরা অনুপ্রাণিত হন।

পাঞ্জাব সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন আধিকারিকদের এক প্রতিনিধি দলের সাথে মিলিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পদোন্নতি সহ  আধিকারিকদের চাকরির অন্যান্য বিষয় নিয়ে পূর্বে অনেক বিলম্ব হলেও বর্তমানে তা অনেকটাই সরলীকরণ করা হয়েছে।

কর্মী ও প্রশিক্ষণ বিভাগ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলেছে। তিনি জানান বেশ কিছু ক্ষেত্রে মামলা-মোকদ্দমার কারণে সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে বিলম্ব হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার আধিকারিকদের জন্য একটি কাজের উপযুক্ত পরিবেশ দেওয়ার নীতি অনুসরণ করছে। 

***

 

 

CG/SB


(Release ID: 1686656) Visitor Counter : 153