শিল্পওবাণিজ্যমন্ত্রক
ধনিয়ার গুণগত উৎপাদন বাড়াতে এবং রপ্তানি ত্বরান্বিত করতে ওয়েবিনারের আয়োজন
Posted On:
06 JAN 2021 3:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ জানুয়ারি, ২০২১
দা স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া, ডিবিটি-এস এবিসি বায়োটেক কিষাণ হাবের সঙ্গে আইসিএআর- এনআরসিএসএস, আরএসএএমবি এবং কোটা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত ৪ জানুয়ারি ধনিয়ার গুণগত উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি ত্বরান্বিত করতে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। সারাদেশ থেকে শতাধিক অংশীদার এতে যোগ দেন।
দেশের মধ্যে রাজস্থানের উত্তর-পূর্বাঞ্চলের হাদোতি এবং মধ্যপ্রদেশের গুনা জেলা ধনিয়া উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে একটা বিশেষ স্থান দখল করে রয়েছে। ভারত থেকে যত ধনিয়া রপ্তানি হয় তার অধিকাংশই এখান থেকে হয়ে থাকে। ওই অঞ্চলে ধনিয়ার গুণগত উৎপাদন বজায় রেখে রপ্তানি কে ত্বরান্বিত করতে স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ডি সাথিয়ান উদ্যোগপতি দের কাছে আহ্বান জানান। বোর্ডের অন্যতম সদস্য অনুশ্রী পুনিয়া রাজস্থানকে মসলা উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে একটি হাব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
রাজস্থান সরকারের পক্ষ থেকে ধনিয়ার উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে সাহায্যের জন্য বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
***
CG/SB
(Release ID: 1686654)
Visitor Counter : 229