নির্বাচনকমিশন
বিধায়কদের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের উপনির্বাচন
Posted On:
06 JAN 2021 2:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ জানুয়ারি, ২০২১
অন্ধপ্রদেশ বিধান পরিষদের একটি আসনে উপনির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন আজ দিনক্ষণ ঘোষণা করেছে।
ওই বিধানসভায় বিধায়কদের দ্বারা নির্বাচিত শ্রীমতি পথুলা সুনিতা ২০২০-র ১ নভেম্বর ইস্তফা দেওয়ায় ওই পদটি শূন্য হয়।
ভারতের নির্বাচন কমিশন ওই পদে বিধায়কদের ভোটে উপনির্বাচনের জন্য দিন ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তি প্রকাশের দিন- ১১ জানুয়ারি, ২০২১(সোমবার)
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন-
১৮ জানুয়ারি, ২০২১(সোমবার)
মনোনয়নপত্র পরীক্ষার দিন- ১৯ জানুয়ারি, ২০২১( মঙ্গলবার)
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন- ২১ জানুয়ারি( বৃহস্পতিবার)
নির্বাচনের দিন- ২৮ জানুয়ারি, ২০২১( বৃহস্পতিবার)
ভোট গ্রহণের সময়- সকাল ৯টা থেকে বিকেল ৪টে।
ভোট গণনার দিন- ২৮ জানুয়ারি, ২০২১( বৃহস্পতিবার)
বিকেল ৫ টা।
নির্বাচন পদ্ধতি সমাপনের সময়- ১ ফেব্রুয়ারি, ২০২১( সোমবার)
নির্বাচন সংক্রান্ত বিধি নির্দেশিকাও কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে।
১) প্রত্যেক ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে।
২) নির্বাচন কেন্দ্রে এবং কক্ষে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তি কে থার্মাল চেকিং করতে হবে।
৩) স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৪) কোভিড সংক্রান্ত বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
কোভিড সংক্রান্ত যাবতীয় বিধি মানা হচ্ছে কিনা তা তদারকির জন্য ভোটগ্রহণ স্থলে একজন উর্দ্ধতন আধিকারিককে নিয়োগ করতে অন্ধপ্রদেশ সরকারের মুখ্য সচিবকে কমিশন নির্দেশ দিয়েছে।
***
CG/SB
(Release ID: 1686556)
Visitor Counter : 103