অর্থমন্ত্রক

মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ চারটির মধ্যে তিনটি সংস্কারমূলক কাজ সম্পন্ন করার জন্য পুরস্কৃত হয়েছে, মূলধনী ব্যয়ের জন্য ১,০০৪ কোটি টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা পেয়েছে

Posted On: 06 JAN 2021 11:16AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ জানুয়ারি, ২০২১
 
মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ অর্থ মন্ত্রকের আওতাধীন ব্যয় দপ্তরের নির্ধারিত চারটি নাগরিক কেন্দ্রিক সংস্কারের মধ্যে তিনটি পূরণ করেছে। এই দুটি রাজ্য এক দেশ এক রেশন কার্ড সংস্কার, সহজে ব্যবসার ক্ষেত্রে সংস্কার এবং স্থানীয় নগর কেন্দ্রিক সংস্থায় সংশোধন সাধন করেছে। 
 
তিনটি ক্ষেত্রে সংস্কার সম্পন্ন করার ফল স্বরূপ অর্থ মন্ত্রকের ব্যয় দপ্তর এই দুটি রাজ্যকে “মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা প্রদান” নামে সদ্য চালু হওয়া প্রকল্পের আওতায় ১,০০৪ কোটি টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
 
অন্ধ্রপ্রদেশ এই প্রকল্পের আওতায় ৩৪৪ কোটি এবং মধ্যপ্রদেশ ৬৬০ কোটি টাকা পেয়েছে। গত বছর ১২ অক্টোবর অর্থ মন্ত্রক এই প্রকল্পের কথা ঘোষণা করে। আত্মনির্ভর ভারত প্যাকেজের অঙ্গ হিসেবে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়ে। 
 
কোভিড-১৯ মহামারীর জেরে রাজস্ব সংগ্রহ কম হওয়ার জন্য কঠিন আর্থিক পরিস্থিতির মুখোমুখি হওয়া রাজ্যগুলিকে তাদের মূলধনী ব্যয় বাড়াতে এই প্রকল্প চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রতিকূল আর্থিক পরিস্থিতি সত্ত্বেও ২০২০-২১ অর্থ বর্ষে মূলধন ব্যয়ের বিষয়ে রাজ্য সরকারগুলিকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এপর্যন্ত ২৭টি রাজ্যের জন্য ৯,৮৮০ কোটি টাকার মূলধনী ব্যয়ের প্রস্তাব মঞ্জুর করেছে অর্থ মন্ত্রক। এর মধ্যে ৪,৯৪০ কোটি টাকা এই প্রকল্পের আওতায় প্রথম কিস্তিতে রাজ্যগুলিকে প্রদান করা হয়। 
 
এই প্রকল্পের প্রথম অংশে উত্তর-পূর্বের সাতটি রাজ্যের (অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা) জন্য রাজ্য পিছু ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। পার্বত্য রাজ্যগুলির (হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড) জন্য রাজ্য পিছু ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়। 
 
এই প্রকল্পের দ্বিতীয় অংশে প্রথম তালিকায় অন্তর্ভুক্ত নয়, এমন রাজ্যগুলির জন্য ৭,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই প্রকল্পের তৃতীয় অংশে যেসমস্ত রাজ্যগুলি নাগরিক কেন্দ্রিক সংস্কারে জোর দিয়েছে তাঁদের জন্য ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেসমস্ত রাজ্য গত ৩১ ডিসেম্বরের মধ্যে অর্থ মন্ত্রকের নির্ধারিত চারটি সংস্কারের মধ্যে অন্তত ৩টি পূরণ করেছে তাদেরকেই এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। মূলত মূলধনী ব্যয় প্রকল্পে অর্থনীতি ক্ষেত্রকে চাঙ্গা করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, জল সরবরাহ, সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, পরিবহণ, শিক্ষা, নগরোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা প্রদান প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৬৩০ কোটি টাকা বরাদ্দ ও অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ ৩১৫ কোটি টাকা গ্রহণ করেছে।
 
***
 
 
 
CG/SS/SKD


(Release ID: 1686543) Visitor Counter : 150